পর্ব-৭৯

সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭৯) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

প্রশ্ন: কাপড়ের কোন রং তাপ বিকিরণ ও শোষণ করতে পারে সবচেয়ে বেশি? 

উত্তর: কালো 

প্রশ্ন: ‘শখের হাঁড়ি’ কোন অঞ্চলের লোকশিল্প?

উত্তর: রাজশাহী

প্রশ্ন: অজন্তা কোন যুগের চিত্রকলা 

উত্তর: প্রাচীন যুগের

প্রশ্ন: ‘মহেঞ্জোদারো’ শব্দটির অর্থ কী? 

উত্তর: মাটির ঢিবি

প্রশ্ন: স্টোনহেঞ্জ কী? 

উত্তর: ইংল্যান্ডের একটি প্রাগৈতিহাসিক স্থাপত্য

প্রশ্ন: ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের ভাস্করের 

নাম কী? 

উত্তর: সৈয়দ আবদুল্লাহ খালিদ

প্রশ্ন: চারুকলা ইনস্টিটিউট কত সালে 

প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৯৪৮ সালে

প্রশ্ন: খেলাঘর কী? 

উত্তর: একটি শিশু সংগঠন

প্রশ্ন: ‘প্রথম বৃক্ষরোপণ’ কোন শিল্পীর আঁকা?

উত্তর: এস এম সুলতান

প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন কে?

উত্তর: হামিদুর রহমান

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর কোনটি? 

উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর

প্রশ্ন: রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: পশুর

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গ্রন্থ কোনটি? 

উত্তর: মুসলমানীর গল্প

প্রশ্ন: বাংলায় লেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

উত্তর: এন বি হ্যালহেড 

প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: মানস সরোবর

প্রশ্ন: বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কী?

উত্তর: স্ট্রাটোমণ্ডল 

প্রশ্ন: ‘ইরাটম’ কী?

উত্তর: উন্নত জাতের ধান

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক 

নিদর্শন কী?

উত্তর: মহাস্থানগড়

প্রশ্ন: ‘গ্রিন এনার্জি’ কী?

উত্তর: সোলার এনার্জি

প্রশ্ন: কালাজ্বর নির্মূলে বাংলাদেশ কততম হয়েছে?

উত্তর: প্রথম

প্রশ্ন: কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা?

উত্তর: সিয়েরা লিওন

প্রশ্ন: মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? 

উত্তর: তানভীর করিম

প্রশ্ন: ‘দহগ্রাম’ কোন উপজেলায় অবস্থিত?

উত্তর: পাটগ্রাম

প্রশ্ন: কোনটি সৌরজগতের বামন গ্রহ?

উত্তর: প্লুটো।

প্রশ্ন: ‘ভ্যাট’ একটি কী?

উত্তর: পরোক্ষ কর।

প্রশ্ন: দোয়েল চত্বরের স্থপতি কে? 

উত্তর: আজিজুল জলিল পাশা।

প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? 

উত্তর: ৩৫ জন

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্রবন্দরের নাম কী? 

উত্তর: পায়রা সমুদ্রবন্দর

প্রশ্ন: ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? 

উত্তর: ১৬১০ সালে

প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? 

উত্তর: আবাই 

প্রশ্ন: মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির যানের নাম কী? 

উত্তর: জুনো

প্রশ্ন: ‘বগি’ কথাটি ব্যবহার করা হয় কোন খেলায়? 

উত্তর: গলফ খেলায়

প্রশ্ন: জহির রায়হানের বিখ্যাত গ্রন্থের নাম কী?

উত্তর: হাজার বছর ধরে

প্রশ্ন: কোন শহরকে ‘সিটি অব কালচার’ বলা হয়?

উত্তর: প্যারিস শহরকে

প্রশ্ন: বিশ্বের সর্বাধিকসংখ্যক পুস্তকের লাইব্রেরি কোনটি? 

উত্তর: লাইব্রেরি অব কংগ্রেস

প্রশ্ন: হোমার কোন ভাষার কবি?  

উত্তর: গ্রিক ভাষার

প্রশ্ন: ‘গেটিসবার্গ ভাষণ’ কে দিয়েছিলেন?

উত্তর: আব্রাহাম লিংকন

প্রশ্ন: ওয়াটার লুর যুদ্ধে কে বিজয়ী হয়েছিলেন?

উত্তর: ডিউক অব ওয়েলিংটন

প্রশ্ন: ছয় দফা কোন সালে ঘোষিত হয়? 

উত্তর: ১৯৬৬ সালে

প্রশ্ন: জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দিন? 

উত্তর: ৬ আগস্ট ১৯৪৫।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী