ছয় পর্বের ৩য় পর্ব
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১৬ জুলাই মঙ্গলবার, ভূগোল ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ৩য় পর্ব। ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. ব্যবহারিক প্রয়োজনে বায়ুমণ্ডলের গভীরতা কত কিলোমিটার?
ক. ৪০০কিমি খ. ৫০০কিমি গ. ৬০০কিমি ঘ. ৮০০কিমি
২. আকাশে বিদ্যুৎ চমকানোর মাধ্যমে বায়ুমণ্ডলের কোন গ্যাস মাটিতে প্রবেম করে?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. ওজোন গ্যাস
৩. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষন করে কোন গ্যাস?
ক. ওজোন গ্যাস খ. নাইট্রোজেন
গ. মিথেন ঘ. নিয়ন
৪. বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করে?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. নাইট্রোজেন
গ. জলীয়বাষ্প ঘ. ওজোন গ্যাস
৫. বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম?
ক. হাইড্রোজেন খ. নাইট্রাস অক্সাইড
গ. মিথেন ঘ. নিয়ন
৬. বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. ক্রিপ্টন ঘ. কার্বন ডাই–অক্সাইড
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পলা ও কনা দুই বন্ধু বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করছেন। যদিও বায়ুমণ্ডলের নাইট্রোজেনের অনুপাত অন্যান্য গ্যাসের তুলনায় অনেক বেশি তথাপি এটি একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করে।
৭. উদ্দীপকের গ্যাসটি কোনটিতে সাহায্য করে?
ক. জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে
খ. শ্বাস গ্রহণে
গ. গাছপালার পুষ্টির সাধনে
ঘ. জলবায়ু নিয়ন্ত্রণে
৮. উদ্দীপকে নাইট্রোজেন গ্যাস—
i. প্রাণীর শ্বাস গ্রহণে সাহায্য করে
ii. অক্সিজেনকে পাতলা করে
iii.বায়ুর আয়তন বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় ১° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়?
ক. ১৪৬ মিটার খ. ১৫৬ মিটার গ. ১৬৬ মিটার ঘ. ১৭৬ মিটার
১০. বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত সংঘটিত হয়?
ক. ট্রপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার ঘ. থার্মোস্ফিয়ার
সঠিক উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক
১১. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
ক. ওজোনস্ফিয়ার খ. মোসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
১২. ওজোনোস্ফিয়ারের বৈশিষ্ট্য—
i. অতিবেগুনি রশ্মি শোষণ করে
ii. বায়ুপ্রবাহ অতীব ক্ষীণ
iii. ভূপৃষ্ঠ বায়ুমন্ডলের তাপমাত্রা সহনীয় রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?
ক. নিয়ন খ. কার্বন গ. জেনন ঘ. আর্গন
১৪. জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়?
ক. ক্রিপ্টন খ. জেনন গ. আর্গন ঘ. মিথেন
১৫. এয়ারকন্ডিশনারে ব্যবহৃত হয় কোন গ্যাসটি?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. কার্বন মনোক্সাইড
গ. সালফার ডাই–অক্সাইড ঘ. ক্লোরোফ্লুরো কার্বন
১৬. বায়ুদূষণের কারণ হলো—
i. গাছপালা আগুনে পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়?
ক. অক্সিজেন খ. নাইট্রাস অক্সাইড
গ. মিথেন ঘ. কার্বন মনোক্সাইড
১৮. পৃথিবীর ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয় কোন স্তরকে?
ক. ট্রপোস্ফিয়ার খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্রাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার
১৯. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকর হলো—
i. বনায়ন কার্যক্রম জোরদার করা
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
iii. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. শরীরে অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটায় কোন গ্যাস?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. মিথেন
গ. সালফার অক্সাইড ঘ. কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর : ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ
২১. বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস?
ক. CFC খ. CH4 গ. CO2 ঘ. N2O3
২২. ঢাকা শহরের বায়ুদূষণে কোন গ্যাসটি অধিক দায়ী?
ক. ওজোন খ. নাইট্রাইট
গ. সালফার ডাই–অক্সাইড ঘ. হিলিয়াম
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নয়ন তার গ্রাম থেকে ঢাকায় এসে দেখে সেখানে কলকারখানা, যানবাহন সবই বেশি। এ কারণে ঢাকায় বায়ু বেশি দূষিত। এর ফলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।
২৩. উদ্দীপকে উল্লিখিত দূষণে কোন গ্যাসটি অধিক দায়ী?
ক. ওজোন খ. নাইট্রোজেন
গ. সালফার ডাই–অক্সাইড ঘ. হিলিয়াম
২৪. উক্ত দূষণের ফলে হতে পারে—
i. চক্ষু জ্বালা
ii. ফুসফুসের ব্যাধি
iii. টাইফয়েড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
ক. ২১.০৮% খ. ৭৮.০৮%
গ. ৯৮.০৮% ঘ. ৯৯.০৮%
২৬. কোনটি বায়ু দূষক?
ক. পলিথিন খ. হর্নের শব্দ
গ. দাবানল ঘ. ডিটারজেন্ট
২৭. রেফ্রিজারেটর ব্যবহারে কোন গ্যাস নির্গত হয়?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. কার্বন মনোক্সাইড
গ. ক্লোরোফ্লুরো কার্বন ঘ. মিথেন
২৮. বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কত?
ক. ০.০৩% খ. ০.০৪%
গ. ০.০৫% ঘ. ০.০৯%
২৯. বায়ুর কোন স্তরে ‘বেতার তরঙ্গ প্রতিফলিত’ হয়ে পৃথিবীতে ফিরে আসে?
ক. আয়নোস্ফিয়ার খ. ট্রপোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার ঘ. স্ট্রাটোস্ফিয়ার
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে N2, O2, CO2, N2O ও Ar উল্লেখযোগ্য। জীবন ধারণার জন্য এই গ্যাসগুলো গুরুত্বপূর্ণ হলেও তাদের অতিরিক্ত মাত্রা জীবকূলের জন্য ক্ষতিকর।
৩০. উদ্দীপকে উল্লিখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যক?
ক. O2 খ. CO2 গ. N2O ঘ. Ar
সঠিক উত্তর : ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. খ
৩১. অতিরিক্ত মাত্রার গ্যাস কীভাবে জীবকূলের ক্ষতি করে?
i. তাপমাত্রা বৃদ্ধি করে
ii. ওজোন স্তর ধ্বংস করে
iii. উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বায়ুমণ্ডলে ‘X’–এর পরিমাণ অতি নগণ্য হলেও ‘X’ শিশির, তুহিন ও তাপ শোষণ করে উষ্ণতা বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বায়ুমণ্ডলে কতিপয় কঠিন ও তরল পদার্থ একত্রে ‘Y’ হিসেবে পরিচিত।
৩২. উদ্দীপকে ‘X’–এর সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?
ক. লবণকণা খ. ধূলিকণা
গ. জলীয়বাষ্প ঘ. গ্যাসীয় উপাদান
৩৩. উদ্দীপকে ‘Y’ পদার্থটি সংস্পর্শে এসে ‘X’ ঘনীভূত হয়ে সৃষ্টি করে—
i. মেঘ
ii. কুয়াশা
iii.হিমপ্রাচীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. দেহ গঠনের জন্য আমরা যেসব প্রোটিনযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি, তা কী দ্বারা গঠিত?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই–অক্সাইড
গ. ওজোন ঘ. অক্সিজেন
৩৫. ‘মেসোপজ’ ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত?
ক. ১১ খ. ১৬ গ. ৫০ ঘ. ৮০
৩৬. বায়ুমণ্ডলে কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. নাইট্রোজেন খ. জলীয়বাষ্প
গ. অক্সিজেন ঘ. ওজোন
৩৭. বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল
গ. মেসোমণ্ডল ঘ. আয়নমণ্ডল
৩৮. বায়ুমণ্ডলের উপাদানগুলো—
i. ওজোন ii. আর্গন iii. হিলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠসংলগ্ন স্তর কোনটি?
ক. ট্রপোস্ফিয়ার খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্রাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার
৪০. পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত?
ক. ১০.৯° সে. খ. ২০.৯° সে.
গ. ১৫° সে. ঘ. ২৫.৯° সে.
সঠিক উত্তর : ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা