পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয়?
ক. ব্যক্ত্যর্থ খ. জাত্যর্থ
গ. উপলক্ষণ ঘ. অবান্তর লক্ষণ
২. ‘মানুষ হয় জীব’—এটি কোন ধরনের সংজ্ঞা?
ক. অতি ব্যাপক খ. অব্যাপক
গ. চক্রক ঘ. রূপক
৩. ‘উট হচ্ছে মরুভূমির জাহাজ’—এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
ক. চক্রক সংজ্ঞা খ. দুর্বোধ্য সংজ্ঞা
গ. রূপক সংজ্ঞা ঘ. নেতিবাচক সংজ্ঞা
৪. নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি?
ক. মানুষ হলো জীব
খ. মানুষ হলো মনুষ্য জাতীয় জীব
গ. সুখ হলো দুঃখের অভাব
ঘ. মানুষ হয় সৃষ্টির মুকুট
৫. ‘অমঙ্গল হচ্ছে যা মঙ্গল নয়’— সংজ্ঞাটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. সদর্থক খ. নঞর্থক
গ. রূপক ঘ. দুর্বোধ্য
৬. সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার কোন প্রকারের ত্রুটি নির্দেশ করে?
ক. নঞর্থক সংজ্ঞা খ. চক্রক সংজ্ঞা
গ. দুর্বোধ্য সংজ্ঞা ঘ. অতি ব্যাপক সংজ্ঞা
৭. সংজ্ঞাদানে পদের কোন গুণ প্রকাশ করা হয়?
ক. ব্যক্তর্থ খ. লক্ষণ
গ. উপলক্ষণ ঘ. জাত্যর্থ
৮. যে পদকে সংজ্ঞায়িত করা যায় না—
i. স্বকীয় নামবাচক পদ
ii. বিশিষ্ট গুণবাচক পদ
iii. পরতম পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ‘অন্ধকার হচ্ছে আলোর অভাব’—এ সংজ্ঞায় যে অনুপপত্তি ঘটেছে, তার নাম কী?
ক. রূপক সংজ্ঞা অনুপপত্তি
খ. চক্রক সংজ্ঞা অনুপপত্তি
গ. বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি
ঘ. নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি
১০. সংজ্ঞা প্রদান করা হয় কার?
ক. বস্তুর খ. পদের
গ. ব্যক্তির ঘ. বিষয়ের
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ক ৩.গ ৪.খ ৫.খ ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.খ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা