১. আধুনিক ‘রসায়নের জনক’ বলা হয় কোন বিজ্ঞানীকে?
ক. জন ডাল্টন
খ. রবার্ট বয়েল
গ. অ্যান্টনি ল্যাভয়সিয়ে
ঘ. নিলস বোর
২. কপারের সঙ্গে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়?
ক. লোহা খ. জিংক
গ. টিন ঘ. লেড
৩. অ্যাটমের ধারণা দেন কে?
ক. অ্যারিস্টটল খ. ডেমোক্রিটাস
গ. জন ডাল্টন ঘ. ল্যাভয়সিয়ে
৪. কাঁচা আমে কোন অ্যাসিড থাকে?
ক. অক্সালিক অ্যাসিড
খ. ফরমিক অ্যাসিড
গ. সাক্সিনিক অ্যাসিড
ঘ. অ্যাসিটিক অ্যাসিড
৫. ফল পাকলে কী ধরনের পরিবর্তন ঘটে?
ক. সালোকসংশ্লেষণ
খ. রাসায়নিক
গ. দহন
ঘ. ধাতব
৬. কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি?
ক. সালফার খ. কার্বোহাইড্রেট
গ. হাইড্রোকার্বন ঘ. কার্বন
৭. পেটের অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিড দায়ী?
ক. HCI খ. HNO3
গ. H2SO4 ঘ. CH3-COOH
৮. হাইড্রোকার্বন হলো—
i. কেরোসিন
ii. মোম
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. খাবারের পানি মানবদেহে—
i. বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবে কাজ করে
ii. বিষাক্ত পদার্থ বের করে দেয়
iii. Ca ও Mg ধাতুর লবণ সরবরাহ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বিদ্যুৎ উৎপাদনের জন্য অনবায়নযোগ্য প্রচলিত শক্তির উৎস কী?
ক. সৌরশক্তি খ. জীবাশ্ম জ্বালানি
গ. বায়ুশক্তি ঘ. জৈবশক্তি
১১. খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?
ক. প্রিজারভেটিভস খ. কীটনাশক
গ. ওষুধ ঘ. সার
১২. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
ক. জমির উর্বরতা বৃদ্ধির জন্য
খ. ফসলের পুষ্টির জন্য
গ. পোকামাকড় দমনে
ঘ. আগাছা নির্মূলের জন্য
১৩. জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর—
i. সৌরশক্তির ব্যবহার
ii. কীটনাশকের ব্যবহার
iii. শিল্পকারখানা স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. ভারী ধাতু কোনগুলো—
i. পারদ, লেড, কোবাল্ট
ii. লেড, হাইড্রোজেন, ক্যালসিয়াম
iii. আর্সেনিক, কোবাল্ট, লেড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. গ ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা