১. মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে, তাকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. ভাষা ঘ. বর্ণ
২. বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৩. মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাগ্যন্ত্র ঘ. ভাষা
৪. বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
ক. কথ্য-লেখ্য খ. কথ্য-প্রমিত
গ. প্রমিত-লেখ্য ঘ. লেখ্য-আঞ্চলিক
৫. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. উপভাষা খ. মিশ্র ভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
৬. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. সংস্কৃত খ. পালি
গ. প্রাকৃত ঘ. হিন্দি
৭. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল ঘ. তৎসম শব্দবহুল
৮. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
ক. পঞ্চম খ. চতুর্থ
গ. নবম ঘ. সপ্তম
৯. মানুষের ভাষা কিসের সাহায্যে উচ্চারিত হয়?
ক. কণ্ঠের সাহায্যে
খ. ঠোঁটের সাহায্যে
গ. ফুসফুসের সাহায্যে
ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে
১০. বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা?
ক. আর্য ভাষা
খ. সংস্কৃত মূল ভাষা
গ. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা
ঘ. গৌড়ীয় বঙ্গ ভাষা
সঠিক উত্তর
ভাষা: ১.গ ২.ক ৩.ঘ ৪.ক ৫.গ ৬.গ ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা