বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায়

প্রমিত ভাষা শিখি

নিচে কিছু আঞ্চলিক বাক্য ও তার প্রমিত বাক্যরূপ লক্ষ কর।

আঞ্চলিক বাক্য: তুমি কই থেইকা আইছ?

প্রমিত রূপ: তুমি কোথা থেকে এসেছ?

আঞ্চলিক বাক্য: আন্নে বালা আছেন নি? (নোয়াখালী)

প্রমিত রূপ: আপনি কি ভালো আছেন?

আঞ্চলিক বাক্য: মুই বাজারে যাইতেছি? (বরিশাল)

প্রমিত রূপ: আমি বাজারে যাচ্ছি।

আঞ্চলিক বাক্য: তুঁই গম আছো নি? (চট্টগ্রাম)

প্রমিত রূপ: তুমি কি ভালো আছ?

আঞ্চলিক বাক্য: আফনার হখল খান সঠিক অইছে। (সিলেট)

প্রমিত রূপ: আপনার সবকিছু সঠিক হয়েছে।

আঞ্চলিক বাক্য: তোর বাড়ি কোনঠে বাহে? (রংপুর)

প্রমিত রূপ: তোমার বাড়ি কোথায়?

ধ্বনির উচ্চারণ

প্রমিত ভাষার চর্চা করতে হলে ধ্বনির উচ্চারণের দিকে নজর দিতে হবে। বিশেষ করে কোন ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয় এবং কোন ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হয়, তা খেয়াল করতে হবে। যেমন ‘কই’ শব্দের ক উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয় এবং ‘খই’ শব্দের খ উচ্চারণ করতে বেশি বাতাস বের হয়।

‘চিঠি বিলি’ ছড়া

‘চিঠি বিলি’ ছড়াটি তোমরা আগে পাঠ্যবই থেকে নিরবে পড়বে এবং সরবে পাঠ করবে।

‘চিঠি বিলি’ ছড়াটি লেখেন রোকনুজ্জামান খান। তিনি সবার কাছে ‘দাদাভাই’ নামে সুপরিচিত ছিলেন। ছড়াটি তাঁর ‘হাট টিমা টিম’ নামের বই থেকে নেওয়া। রোকনুজ্জামান খান ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা