পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভূগোল ক্লাসে স্যার এমন এক দেশ সম্পর্কে ধারণা দিলেন যার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান রয়েছে।
৯১. মানব ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় কোনটি?
ক. পৃথিবীর গঠন খ. বায়ুমণ্ডল দূষণ
গ. বসতি ও শিল্প ঘ. জলবায়ুর উপাদান
৯২. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
ক. মধুমতি খ. মেঘনা
গ. বুড়িগঙ্গা ঘ. শীতলক্ষ্যা
৯৩. আয়তনে বড় রাজনৈতিক অঞ্চল কোনটি?
ক. ভারত খ. জাপান
গ. যুক্তরাজ্য ঘ. দক্ষিণ কোরিয়া
৯৪. ‘মানব ভূগোল হচ্ছে পৃথিবী আর তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা’— উক্তিটি কার?
ক. ভিদ্যাল দ্য লা ব্লাশ
খ. কার্ল রিটার
গ. আলেকজান্ডার ভন হামবোল্ট
ঘ. ডাডলি স্ট্যাম্প
৯৫. বরফাবৃত মহাদেশ কোনটি?
ক. ইউরোপ
খ. এশিয়া
গ. অ্যান্টার্কটিকা
ঘ. উত্তর আমেরিকা
৯৬. কোন দেশটির তিন দিক সাগরবেষ্টিত?
ক. বাংলাদেশ খ. জাপান
গ. দ. কোরিয়া ঘ. শ্রীলঙ্কা
৯৭. জলবায়ু বিদ্যার জনক কাকে বলা হয়?
ক. ভিদ্যাল দ্য লা ব্লাশ
খ. মিস এলেন চার্চিল
গ. ড. রেড বেরিসন
ঘ. পল ফ্লের
৯৮. মানব সম্প্রদায়ের অবস্থান, অভিগমন, বসতি, ব্যবসা–বাণিজ্য ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
ক. পরিবেশ ভূগোলে
খ. মানবিক ভূগোলে
গ. অর্থনৈতিক ভূগোলে
ঘ. মৃত্তিকা ভূগোলে
৯৯. দক্ষিণ কোরিয়া কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
১০০. X হলো বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয়। এখানে X বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে?
ক. সচিবালয়
খ. অধিদপ্তর
গ. পৌরসভা
ঘ. সিটি করপোরেশন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৯১.গ ৯২.ঘ ৯৩.ক ৯৪.ঘ ৯৫.গ ৯৬.গ ৯৭.গ ৯৮.খ ৯৯.ক ১০০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা