১৭. প্রশ্ন: অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে?
উত্তর: অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড গ্যাস থাকে।
১৮. প্রশ্ন: মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর: বায়ুপ্রবাহের মাধ্যমে মানুষ ভেজা কাপড় শুকায়, টারবাইন বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদন করে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুল শুকায়, নদীতে পালতোলা নৌকা চালায়।
১৯. প্রশ্ন: বায়ুপ্রবাহের সাহায্যে কীভাবে বিদ্যুৎ উত্পাদন করা হয়?
উত্তর: বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদন করা হয়।
২০. প্রশ্ন: বায়ুবাহিত তিনটি রোগের নাম লেখো।
উত্তর: বায়ুবাহিত তিনটি রোগের নাম হলো—
১. ফুসফুসের ক্যানসার
২. শ্বাসজনিত রোগ
৩. হৃদ্রোগ।
২১. প্রশ্ন: কীভাবে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়?
উত্তর: কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সঙ্গে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা