[পূর্ববর্তী লেখার পর]
নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, বরেণ্য, নির্বিচারে, যশস্বী, পাষণ্ড, মনস্বী।
ক. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় ____ ।
খ. পরাজয় ____ বুঝতে পেরে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও ____ মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান ____ হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ____ হত্যা করে এ দেশের নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের ____ শিক্ষক।
ছ. ____ কিছু লোক যোগ দেয় ওই সব বাহিনীতে।
জ. রাজাকার বাহিনী এ দেশের অনেক ____ চিন্তাবিদদের হত্যা করে।
উত্তর
ক. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত।
খ. পরাজয় অবধারিত বুঝতে পেরে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক।
ছ. পাষণ্ড কিছু লোক যোগ দেয় ওই সব বাহিনীতে।
জ. রাজাকার বাহিনী এ দেশের অনেক মনস্বী চিন্তাবিদদের হত্যা করে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]