তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৪১. ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. এমআইটিএস

খ. তুরিন বিশ্ববিদ্যালয়

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

৪২. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

ক. কম্পিউটার

খ. ইংরেজি

গ. বিজ্ঞান ও গণিত

ঘ. সাহিত্য

৪৩. অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর তার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

ক. ৫০ বছর পর খ. ৬০ বছর পর

গ. ১০০ বছর পর ঘ. ১১০ বছর পর

৪৪. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

ক. চার্লস ব্যাবেজ

খ. বিল গেটস

গ. অ্যাডা লাভলেস

ঘ. লর্ড বায়রন

৪৫. কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

ক. অ্যাডা লাভলেস

খ. লর্ড বায়রন

গ. স্টিভ জবস

ঘ. চার্লস ব্যাবেজ

৪৬. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ. স্টিভ জবস

গ. গুগলিয়েলমো মার্কনি

ঘ. জগদীশচন্দ্র বসু

৪৭. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি?

ক. তড়িৎ চৌম্বকীয় বল

খ. তড়িৎ শক্তি

গ. চৌম্বক শক্তি

ঘ. চৌম্বকীয় বল

৪৮. বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?

ক. কুদরাত-এ-খুদা খ. সত্যেন্দ্রনাথ বসু

গ. প্রফুল্ল চন্দ্র রায় ঘ. জগদীশচন্দ্র বসু

৪৯. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?

ক. অতি দীর্ঘ তরঙ্গ

খ. অতিক্ষুদ্র তরঙ্গ

গ. ওয়াই-ফাই

ঘ. ফাইবার অপটিকস

৫০. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৮৫২ সালে খ. ১৮৫৩ সালে

গ. ১৮৭১ সালে ঘ. ১৮৯৫ সালে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.গ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.ঘ ৪৯.খ ৫০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা