৩১. মূল কর্তার করণীয় কাজ যা দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?
ক. প্রযোজক কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. মুখ্য কর্তা ঘ. ব্যতিহার কর্তা
৩২. ‘ঘোড়ায় গাড়ি টানে’—এ বাক্যে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি হবে?
ক. কর্তৃ কারকে প্রথমা
খ. কর্তৃ কারকে সপ্তমী
গ. কর্ম কারকে সপ্তমী
ঘ. করণ কারকে সপ্তমী
৩৩. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. সম্পাদন কারক
ঘ. কর্তৃ কারক
৩৪. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
ক. মুখ্য কর্ম খ. অপ্রধান কর্ম
গ. গৌণ কর্ম ঘ. বিধেয় কর্ম
৩৫. কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে?
ক. তাকে আমি চিনি না
খ. জিজ্ঞাসিব জনে জনে
গ. দুধকে মোরা দুগ্ধ বলি
ঘ. লাঙল দ্বারা জমি চাষ হয়
৩৬. ‘ডাক্তার ডাক।’—নিম্নরেখ শব্দটি কোন কারক?
ক. কর্ম খ. করণ
গ. অপাদান ঘ. অধিকরণ
৩৭. ‘জিজ্ঞাসিব জনে জনে’—এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. কারণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
৩৮. ‘এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন’—এখানে ‘অধীনে’ কোন কারক?
ক. কর্তৃ কারক খ. কর্ম কারক
গ. করণ কারক ঘ. অপাদান কারক
৩৯. কারক সম্পর্কে বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ছাড়া আর কী যুক্ত হয়ে থাকে?
ক. বচন খ. উপসর্গ
গ. প্রত্যয় ঘ. অনুসর্গ
৪০. পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।—এ বাক্যে ‘পাগলে’ ও ‘ছাগলে’ এর সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
ক. সপ্তমী খ. ষষ্ঠী
গ. ৫মী ঘ. চতুর্থী
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৫: ৩১.খ ৩২.খ ৩৩.ক ৩৪.গ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.ঘ ৪০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকই