জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

অনুচ্ছেদটি পড়ে ৪৪ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অঙ্কুরোদগমের জন্য গনি মিয়া কিছু গমের বীজ চটের বস্তায় ভরে মুখ বন্ধ করে ঘরের এক কোনায় রেখে দেন। দুই-তিন দিন পর বস্তা খুলতে গিয়ে তিনি লক্ষ করলেন বীজগুলো অনেক গরম হয়ে উঠেছে।

৪৬. বীজ গরম হয়ে ওঠার করণ কী?

ক. শ্বসন খ. ব্যাপন

গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন

৪৭. উপরোক্ত প্রক্রিয়ায়—

i. O2 সহযোগে জারণ ঘটেছে

ii. H2 যোগ হয়েছে

iii. শর্করা ভেঙে শক্তি তৈরি হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. উদ্ভিদের কোন অংশে লেন্টিকুলার প্রস্বেদন হয়?

ক. মূলে খ. কাণ্ডে

গ. পাতায় ঘ. ফুলে

অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অর্পা ছবি আঁকতে গিয়ে রং-তুলিতে থাকা রঙের কিছুটা গ্লাসে রাখা পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে তা পানিতে মিলে যায়।

৪৯. কোন প্রক্রিয়ায় রংতুলিতে থাকা উপাদানটি পানিতে মিলে যায়?

ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. শ্বসন ঘ. ইমবাইবিশন

৫০. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ—

i. মাটি থেকে পানি শোষণ করে

ii. খনিজ লবণ শোষণ করে

iii. খাদ্য পরিবহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. অণুচক্রিকা কোথায় উৎপন্ন হয়?

ক. লসিকায় খ. হৃৎপিণ্ডে

গ. মস্তিষ্কে ঘ. অস্থিমজ্জায়

৫২. ‘ফ্লুইড অব লাইফ’ বলা হয় কাকে?

ক. অ্যান্ডোপ্লাজম খ. প্রোটোপ্লাজম

গ. পানি ঘ. সাইটোপ্লাজম

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.ক ৫০.গ ৫১.ঘ ৫২.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]