১৩. ব্যবস্থাপনার কার্যাবলি কোনটি?
i. পরিকল্পনা প্রণয়ন
ii. সংগঠিতকরণ
iii. কর্মী সংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কী?
ক. প্রেষণা খ. নির্দেশনা
গ. নিয়ন্ত্রণ ঘ. সমন্বয়
১৫. নিচের কোনটি দ্বারা কর্মীরা দায়িত্ব পালনে আগ্রহী হয়?
ক. নেতৃত্ব খ. প্রেষণা
গ. নিয়ন্ত্রণ ঘ. সমন্বয়
১৬. কোনো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের নিয়োজিত উপাদান হলো—
i. যন্ত্রপাতি
ii. মানবসম্পদ
iii. অর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ব্যবস্থাপনার প্রথম কাজ কী?
ক. কর্মী সংস্থান খ. পরিকল্পনা প্রণয়ন
গ. নির্দেশনা দান ঘ. প্রেষণা দান
১৮. রনি ব্যবসায়ের উদ্দেশ্যে মূলধন, ভূমি ও শ্রমের মধ্যে সমন্বয় সাধন করলেন। রনির কাজটি কী?
ক. পরিকল্পনা খ. নির্দেশনা
গ. সংগঠিতকরণ ঘ. ব্যবস্থাপনা
১৯. মুক্ত নেত্বত্বের বৈশিষ্ট্য হলো—
i. সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে
ii. নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হবে
iii. জবাবদিহি থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে কোন ধরনের নেতৃত্বে?
ক. গণতান্ত্রিক খ. মুক্ত
গ. স্বৈরতান্ত্রিক ঘ. আমলাতান্ত্রিক
২১. যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না, তাকে কী বলে?
ক. গণতান্ত্রিক নেতৃত্ব খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
গ. মুক্ত নেতৃত্ব ঘ. আমলাতান্ত্রিক নেতৃত্ব
২২. যে নেতৃত্ব ব্যবস্থায় ক্ষমতায় নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন তাকে কী বলে?
ক. মুক্ত নেতৃত্ব খ. স্বৈরাচারী নেতৃত্ব
গ. গণতান্ত্রিক নেতৃত্ব ঘ. পিতৃসুলভ নেতৃত্ব
২৩. নেতৃত্ব কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. খ ২২. গ ২৩. গ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা