একজন প্রেজেন্টেশন দিচ্ছেন
একজন প্রেজেন্টেশন দিচ্ছেন

প্রেজেন্টেশন ও গ্রাফিক্স - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ৫ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৬৫. পাওয়ারপয়েন্টে Background style ড্রপ-ডাউন বারে click করলে কী পাওয়া যায়?

ক. কালার প্যাড 

খ. সলিড ফিল 

গ. Path  

ঘ. গ্রেডিয়েন্ট ও রঙের প্যালেট

৬৬. স্লাইডের background রং আরোপ করতে কোন বোতামে click করতে হবে?

ক. Color খ. Solid fill 

গ. Stroke ঘ. Foreground

৬৭. Format background dialog box বন্ধ করতে কোন বোতামে click করতে হবে?

ক. close খ. Delete 

গ. Exit ঘ. Reset

৬৮. পাওয়ারপয়েন্টে picture আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?

ক. Insert খ. Home 

গ. File ঘ. Format

৬৯. কীভাবে স্লাইডে ছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?   

ক. Enter ব্যবহারে 

খ. crop tool ব্যবহারে 

গ. ছবিটি drag করে 

ঘ. সিলেকশন টুল ব্যবহারে

৭০. ছবির আকার ছোট-বড় করা যাবে কিসের সাহায্যে?

ক. Remove খ. Resize 

গ. Blind ঘ. Animation

৭১. Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?

ক. ছবি মুছে ফেলা খ. ছবি যোগ করা 

গ. ছবি সরানো ঘ. ছবি পাঠানো

৭২. ট্রানজিশন মূলত কী?

ক. স্লাইড খ. ইফেক্ট 

গ. Hand out ঘ. ভিডিও

৭৩. প্রেজেন্টেশনের কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়?

ক. প্রথম স্লাইডে 

খ. যে slideটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয় 

গ. ছবি ব্যবহারের স্লাইডে 

ঘ. যে slide-এ কোনো text যুক্ত থাকে না

৭৪. Slide-এ ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে?

ক. Format খ. Window 

গ. Design ঘ. Animations

৭৫. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতামে ক্লিক করতে হবে?

ক. Apply খ. All 

গ. Apply to All 

ঘ. All transition Apply

৭৬. পাওয়ারপয়েন্টে Apply to All বোতামের অবস্থান কোন মেনুতে?

ক. Animations খ. Format 

গ. Insert ঘ. Home

৭৭. একটি Slide-এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?

ক. ২ খ. ৫ 

গ. ১৫ ঘ. একাধিক

৭৮. পাওয়ারপয়েন্টে কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত?

ক. Alphabet খ. Fly in 

গ. Moderate ঘ. Narrow

৭৯. ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য কী করতে হবে? 

ক. Transition sound 

খ. স্লাইডভেদে শব্দ প্রয়োগ করতে হবে 

গ. Apply to one 

ঘ. Transition speed

৮০. সাধারণত কোন Slide-এ ভিডিও যুক্ত করা হয়?

ক. শুরুর Slide-এ খ. ছবির Slide-এ 

গ. শেষ Slide-এ ঘ. শব্দযুক্ত Slide-

৮১. Movie অপশনটি কোন মেনুতে পাওয়া যায়?

ক. Review খ. Insert 

গ. view ঘ. Slide layout

৮২. স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে click করতে হবে?

ক. Automatically 

খ. Transition sound 

গ. Movie from file 

ঘ. Animations

৮৩. কি-বোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে? 

ক. F4 খ. F5 

গ. F6 ঘ. F12

৮৪. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?

ক. থাম্বনেইল খ. আইকন 

গ. বোতাম ঘ. টেক্সট

৮৫. অ্যাডোবি ফটোশপ কী?

ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম 

খ. ক্যামেরা

গ. স্ক্যানার 

ঘ. ডেটাবেজ সফটওয়্যার

৮৬. কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?

ক. ইলাস্ট্রেটর খ. ফটোশপ 

গ. এক্সেল ঘ. এক্সেস

৮৭. ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?

ক. .xls খ. .docx 

গ. .ppt ঘ. .jpg

৮৮. ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?

ক. স্টিভ জবস খ. জন ওয়ারনক 

গ. মার্ক জাকারবার্গ ঘ. ম্যাক্সওয়েবার

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬৫. ঘ ৬৬. খ ৬৭. ক ৬৮. ক ৬৯. গ ৭০. খ ৭১. খ ৭২. খ ৭৩. খ ৭৪. ঘ ৭৫. গ ৭৬. ক ৭৭. ঘ ৭৮. খ ৭৯. খ ৮০. ক ৮১. খ ৮২. গ  ৮৩. খ ৮৪. ক ৮৫. ক ৮৬. খ ৮৭. ঘ ৮৮. খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা