নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. অ্যামোনিয়ার সংকেত কোনটি?

ক. NH3 খ. H2O

গ. NH4Cl ঘ. N2O

২২. ইলেকট্রনের প্রকৃত ভর কোনটি?

ক. 6.023 X 1023gm

খ. 9.11 X 10-28gm

গ. 1.673 X 10-24gm

ঘ. 1.66 X 10-24gm

২৩. কোনো পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে?

ক. নিউট্রন থাকে

খ. প্রোটন ও নিউট্রন থাকে

গ. শুধু প্রোটন থাকে

ঘ. ইলেকট্রন থাকে

২৪. পারমাণবিক সংখ্যা ইংরেজির কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?

ক. Z খ. A

গ. M ঘ. N

২৫. ভরসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. P খ. A

গ. Z ঘ. M

২৬. কোনো মৌলের বা পরমাণুর আসল পরিচয় কোনটি?

ক. প্রতীক

খ. পরমাণুর ইলেকট্রন সংখ্যা

গ. পরমাণুর ভর সংখ্যা

ঘ. পারমাণবিক সংখ্যা

২৭. নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?

ক. 2 খ. 10

গ. 18 ঘ. 36

২৮. K+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত?

ক. 18 খ. 19

গ. 20 ঘ. 39

২৯. O-2 এর নিউট্রন সংখ্যা কত?

ক. 6 খ. 7

গ. 8 ঘ. 9

৩০. Ca+2 এ ইলেকট্রন সংখ্যা কত?

ক. 18টি খ. 11টি

গ. 20টি ঘ. 38টি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.ক

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা