পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. হাসপাতালে সমাজকর্মী কোন ক্ষেত্রে ডাক্তারকে সহযোগিতা করেন?
ক. অন্ন খ. চিকিৎসা
গ. বস্ত্র ঘ. শিক্ষা
৪২. ক্লিনিক্যাল সমাজকর্মে কীভাবে জটিল রোগের সংক্রমণ সম্পর্কে রোগীকে অবহিত করা হয়?
ক. পরীক্ষার মাধ্যমে
খ. ইশারায়
গ. ইঙ্গিতে
ঘ. আলোচনার মাধ্যমে
৪৩. ক্লিনিক্যাল সমাজকর্মীরা সাধারণত কোন সমাজকর্মে কাজ করে থাকে?
ক. ব্যক্তি সমাজকর্মে
খ. দল সমাজকর্মে
গ. সমষ্টি সমাজকর্মে
ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্মে
৪৪. পারিবারিক কলহের ফলে মানসিক রোগে আক্রান্ত রোগীর বিষয়ে কার সঙ্গে চিকিৎসাসংক্রান্ত আলোচনা করা হয়?
ক. পিতামাতার সঙ্গে খ. স্বামী–স্ত্রীর সঙ্গে
গ. সহপাঠীর সঙ্গে ঘ. পরিবারের সঙ্গে
৪৫. মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নিচের কোন শাখাটি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
ক. চিকিৎসা সমাজকর্ম
খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. প্রবীণকল্যাণ সমাজকর্ম
ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
৪৬. সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্মের সূত্রপাত হয় কোথায়?
ক. লন্ডনে খ. ব্রাসেলসে
গ. নিউইয়র্কে ঘ. হেগে
৪৭. জাতিসংঘের মতে, প্রবীণদের বয়স কত?
ক. ৫৫ খ. ৫৬
গ. ৫৭ ঘ. ৬০
৪৮. নিচের কোনটি বিদ্যালয় সমাজকর্মের সঙ্গে সংশ্লিষ্ট নয়?
ক. ছাত্র–শিক্ষক সম্পর্ক উন্নয়ন
খ. স্কুল পালানো
গ. শিশু–কিশোর সংগঠন
ঘ. স্কুল ব্যবস্থাপনা
৪৯. বাংলাদেশে সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোথায়?
ক. চট্টগ্রামে খ. রাজশাহীতে
গ. বরিশালে ঘ. সিলেটে
উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিক্ষার্থীদের পড়ালেখায় অমনোযোগ, ঝরে পড়া, স্কুল পালানো দেখে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেশ চিন্তিত হয়ে পড়েন। এ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তিনি স্থানীয় একটি সমাজসেবা কেন্দ্রে যোগাযোগ করেন।
৫০. উদ্দীপকের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সমাজকর্মের কোন শাখা যথার্থ?
ক. চিকিৎসা সমাজকর্ম
খ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
গ. বিদ্যালয় সমাজকর্ম
ঘ. শিল্প সমাজকর্ম
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.খ ৪২.ঘ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.ক ৫০.গ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা