এবার কবিতা থেকে প্রশ্নোত্তর পড়ব
প্রশ্ন: ‘নোলক’ কবিতার মূলভাব কী?
নমুনা উত্তর: নোলক কবিতার মূলভাব মা ও মাতৃভূমির প্রতি অনুরাগ ও ভালোবাসা।
প্রশ্ন: ‘মায়ের সোনার নোলক’ কবি কোথায় খুঁজে বেড়ান?
নমুনা উত্তর: ‘মায়ের সোনার নোলক’ কবি সারা বাংলাদেশে খুঁজে বেড়ান।
প্রশ্ন: এই কবিতায় বাংলাদেশের কোন নিসর্গ-প্রকৃতির বর্ণনা আছে?
নমুনা উত্তর: এই কবিতায় বাংলাদেশের নদীনালা, সবুজ বন, পাখপাখালি, পাহাড়, আকাশ ও অন্ধকার রাতের বর্ণনা রয়েছে।
প্রশ্ন: ‘নোলক’বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
নমুনা উত্তর: ‘নোলক’ বলতে লেখক এখানে আমাদের ঐতিহ্যকে বোঝাতে চেয়েছেন।
প্রশ্ন: কবি মায়ের গয়না ছাড়া ঘরে ফিরে যেতে চান না কেন?
নমুনা উত্তর: নোলক মায়ের অতিপ্রিয় অলংকার। সেটা হারিয়ে গেছে, তাই মায়ের মুখ আজ অলংকারহীন, মলিন। কবি মায়ের সেই হারিয়ে যাওয়া অলংকার খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি মায়ের গয়না ছাড়া তাই ঘরে ফিরে যেতে চান না।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা