১১. যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের তন্তুর সঙ্গে লেগে থাকে, তখন তাকে কী বলে?
ক. ক্রোমোজোমাল তন্তু
খ. অ্যাস্টার তন্তু
গ. স্পিন্ডল তন্তু
ঘ. আকর্ষণ তন্তু
১২. স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?
ক. গ্লোবিউলার প্রোটিন
খ. ফাইব্রাস প্রোটিন দ্বারা
গ. তন্তুময় প্রোটিন দ্বারা
ঘ. অ্যালবুমিন প্রোটিন দ্বারা
১৩. কোন পর্যায়ে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
১৪. কোন পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১৫. সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
ক. স্পিন্ডল খ. ট্রাকশন
গ. অ্যাস্টার ঘ. আকর্ষণ
১৬. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় কোন ধাপে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
১৭. মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?
ক. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি
খ. অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়
গ. দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়
ঘ. ক্রোমোজোম মোটা হয়
১৮. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়?
ক. প্রোফেজ খ. ইন্টারফেজ
গ. টেলোফেজ ঘ. অ্যানাফেজ
১৯. নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ ঘ. প্রোফেজ
২০. মানবদেহে প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হতে কত দিন লাগে?
ক. ১০–২০ দিন খ. ২০–৩০ দিন
গ. ৩০–৪০ দিন ঘ. ৪০–৫০ দিন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা