বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি ১ম ও ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ এর রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১২ মে শুরু হয়ে পরীক্ষা চলবে ৯ জুন পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
বিশেষ নির্দেশনা:
২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৩-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ
De-Novo রেজিস্ট্রেশনকৃত ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৩-এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ
পরিচয় পত্র (আইডি কার্ড) ব্যাতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না
কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে
প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না
উত্তরপত্রে কোড এবং আইডি নম্বর ইংরেজিতে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না
নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে
কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না
আরও বিস্তারিত জানতে নিচের মূল বিজ্ঞপ্তিটি দেখুন
অথবা ভিজিট করুন bou.ac.bd