নবম শ্রেণির পড়াশোনা
১১. খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?
ক. প্রিজারভেটিভস খ. কীটনাশক
গ. ওষুধ ঘ. সার
১২. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
ক. জমির উর্বরতা বৃদ্ধির জন্য
খ. ফসলের পুষ্টির জন্য
গ. পোকামাকড় দমনে
ঘ. আগাছা নির্মূলের জন্য
১৩. জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর—
i. সৌরশক্তির ব্যবহার
ii. কীটনাশকের ব্যবহার
iii. শিল্পকারখানা স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. ভারী ধাতু কোনগুলো—
i. পারদ, লেড, কোবাল্ট
ii. লেড, হাইড্রোজেন, ক্যালসিয়াম
iii. আর্সেনিক, কোবাল্ট, লেড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহারে—
i. ম্যাক্রো পদ্ধতি বেশি উপযোগী
ii. দূষণ কম হয়
iii. পানির pH সমতায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. রসায়নে অনুসন্ধান ও গবেষণার ধাপ কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
১৭. অনুসন্ধান ও গবেষণাপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি?
ক. কাজের পরিকল্পনা
খ. তথ্য ও উপাত্ত বিশ্লেষণ
গ. বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান
ঘ. পরীক্ষণ ও তথ্য–উপাত্ত সংগ্রহ
১৮. ক্যালসিয়াম অক্সাইড ও পানির বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক. তাপ উৎপন্ন হয়
খ. তাপ শোষিত হয়
গ. অ্যাসিড উৎপন্ন হয়
ঘ. লবণ উৎপন্ন হয়
১৯. অ্যামোনিয়াম ক্লোরাইড কী মাত্রায় পানিতে দ্রবণীয়?
ক. সম্পূর্ণ দ্রবণীয়
খ. আংশিক মাত্রায় অদ্রবণীয়
গ. অদ্রবণীয়
ঘ. সামান্য পরিমাণে দ্রবণীয়
২০. বিস্ফোরক পদার্থ নয় কোনটি?
ক. টিএনটি
খ. জৈব পার–অক্সাইড
গ. নাইট্রোগ্লিসারিন
ঘ. টলুইন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ঘ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা