৩৯. শিল্পকে কী বলা হয়?
ক. সেবার বাহন খ. বাণিজ্যের বাহন
গ. উৎপাদনের বাহন ঘ. কাজের বাহন
৪০. পানি থেকে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প?
ক. নির্মাণ খ. সেবা
গ. উত্পাদন ঘ. নিষ্কাশন
৪১. উত্পাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
ক. স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
খ. প্রযুক্তিগত উন্নয়ন
গ. অনুকূল শিল্পনীতি
ঘ. কাঁচামালের সহজলভ্যতা
৪২. সামাজিক পরিবেশের উপাদান হলো—
i. ভোক্তার মনোভাব
ii. ব্যাংকিং
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. বৃহদায়তন উৎপাদন
খ. ব্যাংকব্যবস্থার সম্প্রসারণ
গ. শহর ও বাজার সৃষ্টি
ঘ. মৎস্য ও পশু শিকার
৪৪. আধুনিক যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্যবহার
খ. কাগুজে মুদ্রার প্রচলন
গ. শিল্পকারখানার বিকাশ
ঘ. ব্যবসায় সংগঠনের উদ্ভব
৪৫. Business to Business বলা হয় কাকে?
ক. উৎপাদনকে খ. বাণিজ্যকে
গ. শিল্পকে ঘ. প্রত্যক্ষ সেবাকে
৪৬. ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই কী থাকা উচিত?
ক. চাকচিক্য খ. ব্যস্ততা
গ. সেবার মনোভাব ঘ. অতি মুনাফা
৪৭. কোন স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
ক. দক্ষ কর্মী খ. দক্ষ উদ্যোক্তা
গ. ব্যাপক মূলধন ঘ. ব্যবসায়িক পরিবেশ
৪৮. মসলিন কাপড়ের জন্য কোন এলাকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক. চট্টগ্রাম খ. সোনারগাঁ
গ. ডেমরা ঘ. ঢাকা
৪৯. জাহাজ নির্মাণশিল্পের জন্য প্রসিদ্ধি লাভ করেছিল কোন জেলা?
ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ
গ. চট্টগ্রাম ঘ. খুলনা
৫০. ‘Porto Piqueno’-এর অর্থ কী?
ক. ক্ষুদ্র বন্দর খ. স্থল বন্দর
গ. মাঝারি বন্দর ঘ. বৃহৎ বন্দর
৫১. ব্যবসায় সব সময় কী বিদ্যমান থাকে?
ক. ঝুঁকি খ. বিমা
গ. মুনাফা ঘ. ক্ষতি
৫২. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
ক. ব্যয় বাড়ানো
খ. উৎপাদন বাড়ানো
গ. নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ঘ. বেশি ঝুঁকি নেওয়া
৫৩. ‘ব্যাংকিং’ কোন ধরনের শিল্প?
ক. সেবা খ. আর্থিক
গ. নির্মাণ ঘ. সহায়তা
৫৪. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্য যুগে
গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে
৫৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কবে?
ক. প্রাচীন যুগে খ. মধ্য যুগে
গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে
৫৬. কোনটি আধুনিক যুগের নিদর্শন?
ক. কাগুজে মুদ্রা খ. দ্রব্য বিনিময়
গ. শিল্পবিপ্লব ঘ. সংগঠন
৫৭. ব্যাংকব্যবস্থার প্রচলন হয় কোন যুগে?
ক. আধুনিক যুগে খ. মধ্য যুগে
গ. প্রস্তর যুগে ঘ. প্রাচীন যুগে
৫৮. বিমাব্যবস্থার প্রচলন হয় কোন যুগে?
ক. আধুনিক খ. মধ্য
গ. প্রস্তর ঘ. প্রাচীন
৫৯. ATM–এর পূর্ণ রূপ কী?
ক. Automatic Taka Machine
খ. Automated Teller Machine
ক. Automated Taka Maker
খ. All Time Money
৬০. আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৯. গ ৪০. খ ৪১. ঘ ৪২. খ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. খ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. গ ৫০. ক ৫১. ক ৫২. গ ৫৩. ক ৫৪. খ ৫৫. খ ৫৬. গ ৫৭. ক ৫৮. ক ৫৯. খ ৬০. খ