সংক্ষেপে জেনে রাখি - উপগ্রহ, পানিচক্র, মেঘ ও বৃষ্টি, শুকতারা ও সন্ধ্যাতারা

উপগ্রহ

সৌরজগতে গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে ছোট ছোট উপগ্রহ। এগুলো আকারে গ্রহের চেয়ে অনেক ছোট। উপগ্রহ নিজেরা তাপ ও আলো উত্পন্ন করতে পারে না, সূর্যের আলোয় আলোকিত হয়। যেমন—চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।

পানিচক্র

ভূপৃষ্ঠের পানি থেকে জলীয়বাষ্প, জলীয়বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। বৃষ্টির পানি আবার গড়িয়ে গড়িয়ে নদী এবং সবশেষে সমুদ্রে ফিরে আসে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।

মেঘ ও বৃষ্টি

সূর্যের তাপে ভূপৃষ্ঠের অর্থাৎ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয়বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে মেঘের সৃষ্টি হয় এবং অনেকগুলো মেঘের পানিকণা একত্র হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে।

শুকতারা ও সন্ধ্যাতারা

পৃথিবী থেকে ভোরবেলায় শুকতারা ও সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা নামে যে তারাটি দেখা যায় সেটি একই তারকা। তারকাটি কোনো নক্ষত্র নয়, এটি আসলে শুক্র গ্রহ। ভোরবেলা ও সন্ধ্যায় সূর্যের আলো শুক্র গ্রহের ওপর পড়ে বলে এটাকে নক্ষত্রের মতো উজ্জ্বল দেখায়।