দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

২১. ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট ব্যালেন্স কী হয়?

ক. কারবারের আয়

খ. কারবারের বিনিয়োগ

গ. কারবারের সম্পদ

ঘ. কারবারের দায়

২২. হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করবে?

ক. ডেবিট ব্যালেন্স খ. ক্রেডিট ব্যালেন্স

গ. সম্পদ ঘ. দায়

২৩. সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. বি/ডি খ. সি/ও

গ. বি/এফ ঘ. সি/ডি

২৪. খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে—

i. সম্পদ

ii. খরচ

iii. আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ব্যালেন্স C/D–এর পূর্ণরূপ কোনটি?

ক. Carried Down

খ. Dray Down

গ. Carried Downward

ঘ. Cross Down

২৬. ব্যালেন্স বি/ডি বলতে কোনটি বোঝায়?

ক. পেছনে নীত

খ. নিচে নীত

গ. পেছনে থেকে আনীত

ঘ. নিচে নীত

২৭. সি/এফ কথাটির অর্থ কী?

ক. পেছন থেকে আনীত

খ. সম্মুখে নীত

গ. পেছনে থেকে আনীত

ঘ. নিচে নীত

২৮. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছক মোট ঘরের সংখ্যা?

ক. পাঁচটি খ. ছয়টি

গ. সাতটি ঘ. আটটি

২৯. খতিয়ানের চলমান জের ছকের অন্য নামটি কী?

ক. টি ছক

খ. চারঘরা খতিয়ান ছক

গ. বিশেষায়িত ছক

ঘ. সনাতন ছক

৩০. B/D–এর পূর্ণরূপ কী?

ক. Bring Down খ. Brought Down

গ. Bear Down ঘ. Bought Down

সঠিক উত্তর

অধ্যায় ৭: ২১.ঘ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা