১. সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা হিসেবে কাকে গণ্য করা হয়?
ক. সেন্ট সাইমন খ. অগাস্ট কোঁৎ
গ. প্লেটো ঘ. এমিল ডুখেইম
২. Sociology শব্দটি কোন দুটি শব্দ থেকে উত্পন্ন হয়েছে?
ক. Socius + Logos
খ. Socius + Logic
গ. Social + Logic
ঘ. Social + Logos
৩. Logos শব্দটির অর্থ কী?
ক. তথ্য খ. জ্ঞান
গ. বিজ্ঞান ঘ. বিশেষ ধারণা
৪. Socius শব্দটির অর্থ কী?
ক. সমাজ খ. সঙ্গ
গ. সঙ্গী ঘ. সমিতি
৫. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী ছিল?
ক. Social Science
খ. Social Philosophy
গ. Social Physics
ঘ. Social Idea
৬. ‘সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’—উক্তিটি কার?
ক. অগাস্ট কোঁৎ খ. এমিল ডুখেইম
গ. রবাটসন ঘ. ম্যাক্স ওয়েবার
৭. সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
ক. কল্পনানির্ভর খ. অনুমাননির্ভর
গ. বিশ্লেষণভিত্তিক ঘ. বর্ণনাভিত্তিক
৮. সমাজ কাঠামোর ভিত্তি কী?
ক. মানুষ খ. মানব সম্পর্ক
গ. পরিবার ঘ. জ্ঞাতি সম্পর্ক
৯. ‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।’ উক্তিটি কার?
ক. ম্যাকাইভার ও পেজ
খ. সামনার
গ. গিডিংস
ঘ. পোপেনো
১০. সমাজবিজ্ঞানকে কী বলা হয়?
ক. পরিকল্পনা প্রণয়নকারী
খ. আচরণের বিজ্ঞান
গ. বস্তুনিষ্ঠ বিজ্ঞান
ঘ. ব্যবহারিক বিজ্ঞান
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.ক ৩.খ ৪.গ ৫.গ ৬.খ ৭.গ ৮.খ ৯.ক ১০.গ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা