৬১. নিচের কোনটির বংশবিস্তার কন্দের মাধ্যমে হয়?
ক. কলা খ. আদা
গ. গোল আলু ঘ. আনারস
৬২. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা প্রয়োজন?
ক. ১% খ. ২%
গ. ৩% ঘ. ৪%
৬৩. নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ?
ক. আদা ক. কচু
গ. হলুদ ঘ. বরবটি
৬৪. বীজ উৎপাদনের জন্য অবশ্যই কোন বীজ সংগ্রহ করতে হবে?
ক. প্রত্যায়িত খ. মৌল
গ. ভিত্তি ঘ. অঙ্গজ
৬৫. ‘রোগিং’–এর অপর নাম কী?
ক. সংগ্রহ খ. পরিপাটি
গ. প্রত্যয়ন ঘ. বাছাইকরণ
৬৬. আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি?
ক. কাটুই পোকা
খ. জাব পোকা
গ. লেইট ব্লাইট
ঘ. বিছা পোকা
৬৭. আলু চাষের জন্য কতটি সেচ প্রদান করা প্রয়োজন?
ক. ১-২ টি খ. ২-৪ টি
গ. ২-৫ টি ঘ. ৪-৫ টি
৬৮. আলুর মড়ক রোগে কোন জাতীয় ওষুধ প্রয়োগ করতে হয়?
ক. ছত্রাকনাশক
খ. ভাইরাসনাশক
গ. শৈবালনাশক
ঘ. ব্যাকটেরিয়ানাশক
৬৯. কোন ফসলের ক্ষেত্রে ‘হাম পুলিং’ করা হয়?
ক. পাট খ. গম
গ. আলু ঘ. বেগুন
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১. গ ৬২. খ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. গ ৬৭. খ ৬৮. ক ৬৯. গ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা