প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামীকাল ১৪ জুলাই রোববার, পদার্থবিজ্ঞান ২য় পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ চার পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ৩য় ও ৪র্থ পর্ব। ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. গাউসীয় তল কী?
ক. এক প্রকার আবদ্ধ তল খ. এক প্রকার শক্তি
গ. এক প্রকার সুষম তল ঘ. এক প্রকার ত্বরণ
২. গাউসীয় সূত্র কার্যকর হয় কোথায়?
ক. শুধু বদ্ধ তলে খ. আবদ্ধ তলে
গ. ভেক্টরে ঘ. ত্বরণে
৩. ধারকত্বের SI একক কী?
ক. ওহম খ. কুলম্ব
গ. জুল ঘ. ফ্যারাডে
৪. বিভব পার্থক্য ও তড়িৎ প্রাবল্য পরস্পর কেমন?
ক. সমানুপাতিক খ. কম
গ. বেশি ঘ. অসীম
৫. প্রোটনের আধান কত?
ক. 1.6 × 10-31C খ. 1.9 × 1060C
গ. 1.6 × 10-19C ঘ. 1.6 × 10-23C
৬. তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি?
ক. C2N-1m-2 খ. Nm2C-2
খ. C2N-2m-2 গ. Nm2C-2
৭. দুটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে—
i. চার্জের পরিমাণের ওপর
ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. ডাই–ইলেকট্রিক ধ্রুবকের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য—
i. ঋণাত্মক চার্জ
ii. ধনাত্মক চার্জ
iii. ভর আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. তড়িৎক্ষেত্রের দিক নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ক. বিন্দু চার্জ খ. পরখ চার্জ
গ. বদ্ধ চার্জ ঘ. মুক্ত চার্জ
১০. তড়িৎক্ষেত্রে ১টি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি—
i. স্থির থাকবে
ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. দুটি আহিত বস্তুকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে, তা কোন বিষয়ের ওপর নির্ভর করে?
ক. আধানের পরিমাণ খ. তড়িৎক্ষেত্র
গ. তড়িৎ প্রাবল্য ঘ. তড়িৎ বিভব
১২. নিচের কোনটি ভোল্টের সমতুল্য?
ক. JA-1s-1 খ. JA-1s
গ. JAs-1 ঘ. JAs
১৩. পৃথিবীর বিভব কেমন?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. অসীম
১৪. আধান ও বিভবের গুণফলের একক কী?
ক. জুল খ. ভোল্ট
গ. ফ্যারাডে ঘ. হেনরি
১৫. সমবিভব তল ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণের পরিমাপ কত?
ক. 60° খ. 90°
গ. 120° ঘ. 180°
১৬. সমবিভব তলের যেকোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত?
ক. শূন্য খ. অসীম
গ. এক ভোল্ট ঘ. দুই ভোল্ট
১৭. একটি চার্জিত গোলাকার পরিবাহীর—
i. অভ্যন্তরে প্রাবল্য শূন্য
ii. অভ্যন্তরে বিভব শূন্য
iii. পৃষ্ঠের সব বিন্দুর বিভব সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কীরূপে পরিবর্তিত হয়?
ক. r-1 খ. r-2
গ. r-3 ঘ. r-4
১৯. আধান ঘনত্বের একক কী?
ক. Cm-3 খ. Cm-2
গ. Cm2 ঘ. Cm3
২০. তড়িৎ দ্বিমেরুর একক কী?
ক. Am খ. Cm
গ. Cm-1 ঘ. Cm3
সঠিক উত্তর :
১.ক ২.ক ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ
২১. তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে—
i. তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি
ii. তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ
iii. তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখনণ্ডকের ওপর তড়িৎ বিভব সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. ধারকত্বের একক কী?
ক. জুল খ. ভোল্ট
গ. ফ্যারাড ঘ. হেনরি
২৩. গোলাকার পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করলে ধারকত্ব পূর্বের কত গুণ হবে?
ক. দ্বিগুণ খ. অর্ধেক
গ. চার গুণ ঘ. এক–চতুর্থাংশ
২৪. কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এর—
i. আকারের ওপর
ii. মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর
iii. তাপমাত্রার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. আধানের SI একক কী?
ক. ওহম খ. কুলম্ব
গ. জুল ঘ. ফ্যারাড
২৬. সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে—
i. প্রত্যেক পাতের ক্ষেত্রফলের ওপর
ii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. নিচের কোনটির আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি?
ক. অভ্রের খ. ইবোনাইটের
গ. কাচের ঘ. পলিথিনের
২৮. বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কেমন হয়?
ক. ব্যস্তানুপাতিক খ. সমানুপাতিক
গ. বর্গের ব্যস্তানুপাতিক ঘ. বর্গমূলের সমানুপাতিক
২৯. মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ কত?
ক. শূন্য খ. ধ্রুব
গ. এক ঘ. অসীম
৩০. ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের—
i. ধারকত্বের ওপর
ii. চার্জের ওপর
iii. বিভব পার্থক্যের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. গাউসীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ তড়িৎ চার্জ কত?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. একক ঘ. শূন্য
৩২. তড়িৎক্ষেত্রের মান নির্ণয় করা যায়—
i. কুলম্বের সূত্র থেকে
ii. অ্যাম্পিয়ারের সূত্র থেকে
iii. গাউসের সূত্র থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. অনিয়ত আকৃতির চার্জিত বস্তুর জন্য তড়িৎবল নির্ণয়ে নিচের কোন সূত্র ব্যবহৃত হয়?
ক. গাউসের খ. অ্যাম্পিয়ারের সূত্র
গ. ফ্যারাডের সূত্র ঘ. ফ্লেমিংয়ের সূত্র
৩৪. কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হলো—
i. এর দ্বারা চৌম্বক বল নির্ণয় করা যায় না
ii. অনিয়মিত আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য নয়
iii. বস্তুদ্বয়ের দূরত্বের তুলনায় এদের আকার ক্ষুদ্র হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন রাশি?
ক. স্কেলার রাশি খ. শক্তি
গ. ভেক্টর রাশি ঘ. ত্বরণ
৩৬.তড়িৎ বিভব কী?
ক. এক প্রকার কাজ খ. এক প্রকার শক্তি
গ. এক প্রকার গতি ঘ. এক প্রকার ত্বরণ
৩৭. তড়িৎ বিভব কোন রাশি?
ক. স্কেলার খ. শক্তি
গ. ভেক্টর ঘ. ত্বরণ
সঠিক উত্তর : ২১.ক ২২.গ ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ঘ ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭.ক
মোহাম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা