অষ্টম শ্রেণির পড়াশোনা
২১. একটি সুন্দর কথা দ্বারা কেউ কেউ মানুষের ব্যথা দূর করে না কেন?
ক. কথার মর্যাদা নেই বলে
খ. সমালোচনার ভয়ে
গ. সহায়তা দানের ভয়ে
ঘ. পরশ্রীকাতরতায়
২২. কবির হৃদয়ে বুদবুদ-মতো শুভ্র চিন্তা ওঠে কেন?
ক. হৃদয়বান বলে
খ. সুন্দর চিন্তার মানুষ বলে
গ. বিধাতা প্রাণ দিয়েছেন বলে
ঘ. স্নেহশীল হৃদয় বলে
২৩. যখন কোনো ব্যথায় কবির কান্না পায়, তখন তিনি কী করেন?
ক. চোখ শুষ্ক রাখেন
খ. আড়ালে আড়ালে থাকেন
গ. উপেক্ষার ছলে চলেন
ঘ. নীরবে আপনা ঢাকেন
২৪. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?
ক. ম্রিয়মাণ থাকার জন্য
খ. প্রাণহীন থাকার জন্য
গ. হতাশাগ্রস্ত হওয়ার জন্য
ঘ. উচ্ছল থাকার জন্য
২৫. কবি কখন উপেক্ষার ছলে চলে যান?
ক. স্নেহের কথায় ব্যথা দূর হতে পারে জেনেও
খ. নির্মল নয়নের জলে কাঁদতে চেয়েও
গ. দুঃখীর জন্য প্রাণ কাঁদলেও
ঘ. হৃদয়ে অনেক শুভ্র চিন্তা উঠলেও
২৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূল শিক্ষা হলো—
i. নিজেকে গুটিয়ে না রাখা
ii. সমালোচনায় কান না দেওয়া
iii. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. মহৎ কোনো উদ্দেশ্যে সবাই একত্রিত হলেও কবি তাদের সঙ্গে মিশতে পারেন না। কারণ—
i. সমালোচনাকে ভয় পান বলে
ii. পাছে লোকে কিছু বলে, এই চিন্তায়
iii. শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায় বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ছেলেবেলা থেকে নিজেকে ঢেকে রাখার চেষ্টা আবীরের। সবকিছুতে তার কেবল দোটানা আর দ্বিধাভাব। কুয়াশার চাদরের মতো কী যেন জাপটে ধরে রাখে আবীরকে! সে অত্যন্ত মেধাবী। তবুও বিদেশি কোম্পানির অত বড় পদের চাকরিটায় আবীর যোগ দেওয়ার সাহস পেল না কীসব ভেবে ।
২৮. ওপরের উদ্দীপকে কামিনী রায় রচিত ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক?
ক. সাহস খ. সংশয়
গ. সংকল্প ঘ. উপেক্ষা
২৯. কবি কামিনী রায়ের দৃষ্টিতে আবীরকে চাকরিতে যোগদান করানোর জন্য প্রয়োজন—
i. সাহসী হওয়া
ii. মনের বল বাড়ানো
iii. দোটানা ভাব ত্যাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণিতে পড়ার সময় সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমা দেখে শ্রেয়সী। তখন থেকে ওর মনে ছবির পরিচালক হওয়ার সাধ জাগে। ওর মাঝে যে সৃজনশীলতা আছে, তা কাজে লাগানো গেলে ভালো কাজ করা সম্ভব। কিন্তু সে আত্মবিশ্বাস বা আস্থা কোনোটাই শ্রেয়সীর নেই। তাই প্রতিভা থাকলেও নিজেকে আড়ালে রেখেছে সে।
৩০. উদ্দীপকে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাব ফুটে উঠেছে?
ক. সংকল্প খ. সংশয়
গ. সাহস ঘ. হতাশা
সঠিক উত্তর
পাছে লোকে কিছু বলে: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা