৫১. প্রশ্ন: কিশোর প্রতিজ্ঞা করে, সে ঘরে বসিয়া থাকিবে না।
উত্তর: কিশোর প্রতিজ্ঞা করে, সে ঘরে বসে থাকবে না।
৫২. প্রশ্ন: আমার মা রান্না করিতেছেন।
উত্তর: আমার মা রান্না করছেন।
৫৩. প্রশ্ন: সুজন ছবি আঁকিবে।
উত্তর: সুজন ছবি আঁকবে।
৫৪. প্রশ্ন: স্বপ্ন একটু পরে স্কুলে যাইবে।
উত্তর: স্বপ্ন একটু পরে স্কুলে যাবে।
৫৫. প্রশ্ন: জঙ্গলে অনেক জীবজন্তু দেখিতে পাওয়া যায়।
উত্তর: জঙ্গলে অনেক জীবজন্তু দেখতে পাওয়া যায়।
৫৬. প্রশ্ন: সুন্দরবনের বাঘকে বিলুপ্তির হাত হইতে বাঁচাইতে হবে।
উত্তর: সুন্দরবনের বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।
৫৭. প্রশ্ন: তোমরা দুপুর রোদে ঘুরিবে না।
উত্তর: তোমরা দুপুর রোদে ঘুরবে না।
৫৮. প্রশ্ন: হাতিও নদীতে নামিয়া পড়িল।
উত্তর: হাতিও নদীতে নেমে পড়ল।
৫৯. প্রশ্ন: বনভোজনে গিয়ে আমরা সবাই বনে ঢুকিয়া পড়িলাম।
উত্তর: বনভোজনে গিয়ে আমরা সবাই বনে ঢুকে পড়লাম।
৬০. প্রশ্ন: থর থর করিয়া কাঁপিয়া উঠল বন।
উত্তর: থর থর করে কেঁপে উঠল বন।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা