এইচএসসি ২০২৩ - অর্থনীতি ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. ‘Monopoly’ শব্দের অর্থ কী?

ক. অসংখ্য বিক্রেতা

খ. অসংখ্য উৎপাদক

গ. একজন উৎপাদক

ঘ. একজন বিক্রেতা

৪২. পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের ভারসাম্যের প্রাথমিক শর্ত কোনটি?

ক. MR < MC

খ. MR > MC

গ. MR = MC

ঘ. MR ≠ MC

৪৩. প্রান্তিক খরচ রেখার আকৃতি কেমন হয়?

ক. U আকৃতির খ. V আকৃতির

গ. T আকৃতির ঘ. Z আকৃতির

৪৪. দ্রব্যের প্রকৃতি অনুসারে বাজার কত প্রকার?

ক. ৩ প্রকার গ. ৪ প্রকার

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার

৪৫. কোন বাজারে নতুন ফার্ম প্রবেশের কোনো সুযোগ নেই?

ক. একচেটিয়া

খ. ডুয়োপলি

গ. মনোপলি

ঘ. অলিগোপলি

৪৬. অলিগোপলি বাজার কত প্রকার?

ক. ২ প্রকার

খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার

ঘ. ৫ প্রকার

৪৭. কোন বাজারে দামের মধ্যে অনমনীয়তা পরিলক্ষিত হয়?

ক. একচেটিয়া বাজারে

খ. ডুয়োপলি বাজারে

গ. মনোপলি বাজারে

ঘ. অলিগোপলি বাজারে

৪৮. যে বাজারে ক্রেতার সংখ্যা দুজন, তাকে কী বাজার বলে?

ক. একচেটিয়া

খ. ডুয়োপলি

গ. মনোপলি

ঘ. অলিগোপলি

৪৯. কোন বাজারে বিক্রেতা ‘Price Taker’–এর ভূমিকা পালন করেন?

ক. একচেটিয়ায়

খ. পূর্ণ–প্রতিযোগিতায়

গ. অপূর্ণ–প্রতিযোগিতায়

ঘ. মনোপসনিতে

৫০. একই ব্যবস্থাপনায় উৎপাদনের সব ইউনিটের সমষ্টিকে কী বলে?

ক. ফার্ম খ. শিল্প

গ. ফ্যাক্টরি ঘ. প্ল্যান্ট

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ঘ ৪২.গ ৪৩.ক ৪৪.গ ৪৫.ক ৪৬.ক ৪৭.ঘ ৪৮.খ ৪৯.খ ৫০.ক

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা