১০০. সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিচ্ছে?
ক. ডিজিটাল লার্নিং
খ. ই-লার্নিং
গ. ই-গভর্ন্যান্স
ঘ. ই-সার্ভিস
১০১. ই-লার্নিংয়ের জন্য প্রয়োজন—
i. ইন্টারনেটের স্পিড
ii. ইন্টারনেট অবকাঠামো
iii. ই-শিখন সামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০২. ই-লার্নিংয়ের জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক. শিক্ষক খ. ইন্টারনেট
গ. তথ্য ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান
১০৩. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?
ক. ইন্টারনেট খ. জিপিএস
গ. মাল্টিমিডিয়া ঘ. ওয়েবসাইট পোর্টাল
১০৪. শিক্ষকেরা পাঠদান ভিডিও করে সেটি সবার মধ্যে বিতরণ করতে পারেন কোন প্রক্রিয়ায়?
ক. ই-কমার্স খ. ই-পুর্জি
গ. ই-পর্চা ঘ. ই-লার্নিং
১০৫. সুশাসনের জন্য কী দরকার?
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
খ. প্রচুর অর্থ
গ. ভালো যাতায়াত ব্যবস্থা
ঘ. আধুনিক ব্যবস্থা
১০৬. কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?
ক. ডিজিটাল ব্যবস্থা
খ. ই-লার্নিং ব্যবস্থা
গ. আইন প্রণয়ন
ঘ. ই-ভোটিং ব্যবস্থা
১০৭. কোনো প্রতিষ্ঠানে ই-কমার্স চালু করতে কোনটির প্রয়োজন?
ক. ই-গভর্ন্যান্স
খ. ওয়েবসাইট
গ. ব্যাংকিং সফটওয়্যার
ঘ. আউটসোর্সিং
১০৮. ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে—
i. মানবসম্পদ উন্নয়ন
ii. সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা
iii. দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii a iii ঘ. i, ii ও iii
১০৯. নিচের কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে?
ক. ই-পুর্জি
খ. ই-পর্চা
গ. টেলিমেডিসিন
ঘ. ইএমটিএস
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করেন।
১১০. স্থানীয় চিকিৎসক যে পদ্ধতিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হচ্ছে—
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১০১.ঘ ১০২.খ ১০৩.ঘ ১০৪.ঘ ১০৫.ক ১০৬.ক ১০৭.খ ১০৮.ঘ ১০৯.গ ১১০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা