পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩৬. গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীন নির্দেশনা কৌশল কোনটি?
ক. মুক্ত নির্দেশনা
খ. পিতৃসুলভ নির্দেশনা
গ. পরামর্শমূলক নির্দেশনা
ঘ. তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা
৩৭. কোনটি ‘পরিকল্পনা ও নিয়ন্ত্রণে’র মাপে সংযোগ স্থাপন করে?
ক. সংগঠন খ. যোগাযোগ
গ. নির্দেশনা ঘ. সমন্বয়
৩৮. দেশের প্রতি ‘ভালোবাসা প্রদর্শন’ নেতার কোন গুণের আওতাভুক্ত?
ক. সামাজিক খ. নৈতিক
গ. পেশাগত ঘ. শারীরিক
৩৯. ক্ষমতা প্রয়োগের পরিপ্রেক্ষিতে নেতৃত্বের ধরন কোনটি?
ক. ইতিবাচক খ. নেতিবাচক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. কর্মকেন্দ্রিক
৪০. কোন ধরনের নেতাকে সাধারণত কর্মীরা অপছন্দ করেন?
ক. স্বৈরাচারী খ. পিতৃসুলভ
গ. কর্মকেন্দ্রিক ঘ. লাগামহীন
৪১. শ্রমিক-কর্মীদের নির্দেশনাদানে নিচের কোন পদ্ধতিটি অধিক গুরুত্বপূর্ণ?
ক. যোগাযোগের মাধ্যমে নির্দেশনা
খ. তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা
গ. স্বৈরাচারী নির্দেশনা
ঘ. মুক্ত নির্দেশনা
৪২. গণতান্ত্রিক নেতার বৈশিষ্ট্য হলো—
i. অধস্তনদের কথা শোনেন
ii. তাঁদের ভুল শুধরে দিতে চেষ্টা করেন
iii. উত্সাহ দিয়ে কাজ আদায়ে সচেষ্ট হন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. ‘বোনাস দেওয়া’ কোন ধরনের নেতৃত্বের উদাহরণ?
ক. অংশগ্রহণমূলক খ. পিতৃসুলভ
গ. ইতিবাচক ঘ. নেতিবাচক
৪৪. Lead শব্দের অর্থ কী?
ক. To care খ. To guide
গ. To control ঘ. To Order
৪৫. নির্দেশনাকে ‘প্রশাসনের হৃৎপিণ্ড’ বলেছেন কে?
ক. মার্শাল ই. ডিমক
খ. হেনরি ফেয়ল
গ. হ্যারল্ড কুঞ্জ ঘ. নিউম্যান
৪৬. কাজে ফাঁকিবাজ কর্মীদের কাছ থেকে প্রথম কাজ আদায়ে কোন ধরনের নেতৃত্ব উত্তম?
ক. গণতান্ত্রিক খ. স্বৈরাচারী
গ. কর্মীকেন্দ্রিক ঘ. লাগামহীন
৪৭. কোনটি ইতিবাচক নেতৃত্বের ধারণার সঙ্গে সম্পর্কিত?
ক. মুক্ত খ. আনুষ্ঠানিক
গ. গণতান্ত্রিক ঘ. স্বৈরাচারী
৪৮. নির্দেশনার কাজ কোনটি?
ক. কর্মীদের মধ্যে সম্পর্ক নির্ধারণ
খ. দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ
গ. মানবসম্পদ উন্নয়ন
ঘ. অধস্তনদের তত্ত্বাবধান
৪৯. উত্তম নির্দেশনার গুণাবলি হলো—
i. পূর্ণাঙ্গতা
ii. সংক্ষিপ্ততা
iii. সময়ানুবর্তিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. কোনটি উত্তম নির্দেশনা বৈশিষ্ট্যের বহির্ভূত?
ক. যৌক্তিকতা খ. স্পষ্টতা
গ. নমনীয়তা ঘ. পূর্ণাঙ্গতা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৩৬. গ ৩৭. গ ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. খ ৪২. ঘ ৪৩. গ ৪৪. খ ৪৫. ক ৪৬. খ ৪৭. গ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. গ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা