নবম শ্রেণির পড়াশোনা
১. বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. ক্রিয়া ঘ. যোজক
২. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
ক. প্রত্যয় খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. উপসর্গ
৩. ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়—কীভাবে?
ক. পুরুষভেদে
খ. কালভেদে
গ. বচনভেদে
ঘ. ক ও খ উভয়ই
৪. অসমাপিকা ক্রিয়া কয় ধরনের?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
৫. ‘রাজিব খেলছে’, এই বাক্যে ‘খেলছে’ শব্দটি কোন পদ?
ক. অব্যয় খ. বিশেষ্য
গ. ক্রিয়া ঘ. সর্বনাম
৬. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?
ক. সরল ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া
গ. নাম ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
৭. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে, তাকে কী বলে?
ক. সংযোগ ক্রিয়া
খ. নাম ক্রিয়া
গ. সরল ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
৮. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
ক. শব্দ খ. শব্দমূল
গ. ধাতু ঘ. বিভক্তি
৯. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?
ক. ধ্বনি খ. বর্ণ
গ. ধাতু ঘ. বিভক্তি
১০. যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে কী বলে?
ক. সমাপিকা ক্রিয়া
খ. অসমাপিকা ক্রিয়া
গ. অকর্মক ক্রিয়া
ঘ. সকর্মক ক্রিয়া
সঠিক উত্তর
পরিচ্ছেদ ২১: ১.গ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা