IMO 2022

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড - ২০২২ (সমস্যা ২ এর সমাধান)

প্রিয় গণিত ইশকুলের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছো। তোমরা জানো এবছর নরওয়ের অসলোতে ৬৩ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেখানে মোট ৬ টি সমস্যা দেওয়া হয়েছিল সমাধান করার জন্য। যার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের টিম স্বর্ণ, রৌপ্য কিংবা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। গণিত ইশকুলের এই আয়োজনে থাকছে সেই সমস্যা গুলোর সমাধান। আজকের এই পর্বে আমরা ২য় সমস্যার সমাধান দেখব।

প্রশ্ন:

ধনাত্নক বাস্তব সংখ্যার সেটকে ℝ+ দিয়ে প্রকাশ করা হলো। এমন সকল ফাংশন f : ℝ+→ ℝ+ বের করো যেন যেকোনো x ∈ ℝ+, এর জন্য ঠিক একটি y ∈ ℝ+ পাওয়া যাবে যা নিন্মোক্ত অসমতাটি মেনে চলে :

x∙f(y) + y∙f(x) ≤ 2

সমাধান:

দুটি বাস্তব সংখ্যা a,b নিই। আমরা b-কে a-এর ‘বন্ধু’ বলব যদি এবং কেবল যদি a∙f(b) + b∙f(a) ≤ 2 হয়।

এখানে a∙f(b) + b∙f(a) রাশিটি প্রতিসম। তাই b যদি a-এর বন্ধু হয় তবে a-ও b-এর বন্ধু হবে। অর্থাৎ এখানে ‘বন্ধুত্ব’ পারস্পরিক বা মিউচুয়াল (Mutual)।

এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর দিকে লক্ষ্য করি :

Observation-1: প্রদত্ত শর্তানুযায়ী, একটি বাস্তব সংখ্যা x-এর কেবলমাত্র একটি বন্ধুই থাকতে পারবে।

Observation-2: দুটি বাস্তব সংখ্যা x ও y একে অপরের বন্ধু হবে না যদি ও কেবল যদি x∙f(y) + y∙f(x) > 2 হয়।

আবার, কোনো বাস্তব সংখ্যা x নিজেই নিজের বন্ধু হতে পারে। এই ধরণের সংখ্যাগুলোকে আমরা ‘আত্ম-বন্ধু’ বলব।

Observation-3: কোনো বাস্তব সংখ্যা x ‘আত্ম-বন্ধু’ হবে যদি ও কেবল যদি x∙f(x) + x∙f(x) ≤ 2 ⇔ x∙f(x) ≤ 1 হয়। অন্যথায় x∙f(x) > 1 হবে।

Observation-4: Observation-1 অনুযায়ী ‘আত্ম-বন্ধু’ সংখ্যাগুলোর অন্য কোনো বন্ধু থাকবে না।

এবার মূল সমাধানের দিকে এগোনো যাক।

Claim-1: সকল ধনাত্নক বাস্তব সংখ্যাই আত্ম-বন্ধু।

প্রমাণ: আমরা কন্ট্র্যাডিকশনের মাধ্যমে এটি প্রমাণের চেষ্টা করব। ধরে নিচ্ছি, একটি বাস্তব সংখ্যা m এর অস্তিত্ব রয়েছে যেটি আত্ম-বন্ধু নয়। তাহলে m এর একজন বন্ধু অবশ্যই আছে। মনে করি বন্ধুটি হচ্ছে n.

আবার, আত্ম-বন্ধু না হওয়ায় Observation-3 অনুযায়ী,

m∙f(m) > 1

⇒ f(m) > 1/m

এখন প্রদত্ত শর্তানুযায়ী,

2 ≥ m∙f(n) + n∙f(m) > m∙f(n) + n/m

এখন AM-GM অসমতা প্রয়োগ করে পাই,

m∙f(n) + n/m ≥ 2√{f(n)∙n}

∴ 2 > 2√{f(n)∙n}

⇒ 1 > √{f(n)∙n}

⇒ 1 > n∙f(n)

তাহলে, Observation-3 অনুযায়ী n আত্ম-বন্ধু। তাই Observation-4 অনুযায়ী n-এর আর কোনো বন্ধু থাকা সম্ভব নয়। কিন্তু এখানে m হচ্ছে n-এর বন্ধু। অর্থাৎ, আমরা একটি কন্ট্র্যাডিকশন পেয়ে গেলাম।

তার মানে, এমন কোনো বাস্তব সংখ্যা m নেই যেন m∙f(m) > 1 হয়। তাহলে সকল বাস্তব সংখ্যাই আত্ম-বন্ধু।

এখান থেকে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি :

Observation-5: সকল বাস্তব সংখ্যা x আত্ম-বন্ধু হওয়ায় Observation-3 অনুযায়ী x∙f(x) ≤ 1।

Observation-6: Observation-4 অনুযায়ী কোনো বাস্তব সংখ্যারই অন্য কোনো বন্ধু নেই। তাই Observation-2 অনুযায়ী ভিন্ন দুইটি বাস্তব সংখ্যা x ও y-এর জন্য x∙f(y) + y∙f(x) > 2.

আবার মূল প্রমাণে ফেরত আসি।

Claim-2: সকল বাস্তব সংখ্যা x-এর জন্যই x∙f(x) = 1.

প্রমাণ: এবারও আমরা কন্ট্র্যাডিকশনের সাহায্যে নেবো। ধরি, কোনো সংখ্যা r এর জন্য r∙f(r) ≠ 1.

∴ r∙f(r) < 1 [Observation-5 অনুযায়ী]

তাহলে r∙f(r) = 1/k লেখা যায়, যেখানে k > 1.

∴ f(r) = 1/rk

এখন, Observation-6 অনুযায়ী যেকোনো বাস্তব সংখ্যা x ≠ r এর জন্যই x∙f(r) + r∙f(x) > 2.

আবার, 1/x ≥ f(x)

∴ x/rk + r/x ≥ x∙f(r) + r∙f(x) > 2

এখন, x = rk বসিয়ে পাই,

rk/rk + r/rk > 2

⇒ 1 + 1/k > 2

⇒ 1 > k

কিন্তু আমরা আগেই দেখিয়েছিলাম যে k > 1। তাহলে আমরা আবারো একটা কন্ট্র্যাডিকশন পেয়ে গেলাম। সুতরাং, এমন কোনো বাস্তব সংখ্যা r-এর অস্তিত্ব নেই।

সুতরাং, সকল বাস্তব সংখ্যা x-এর জন্যই,

x∙f(x) = 1

⇒ f(x) = 1/x

শুদ্ধি পরীক্ষা:

f(x) = 1/x হলে,

x∙f(y) + y∙f(x) = x/y + y/x ≥ 2√(x/y × y/x) = 2

সমতা বজায় থাকবে যদি ও কেবল যদি x = y হয়। তাহলে f(x) = 1/x -ই একমাত্র সমাধান।