খাদ্যশৃঙ্খল - প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় ১ | পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

(ক) বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরে টিক দাও

১. প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু হয় কোথা থেকে?

ক. পাতা থেকে খ. সবুজ উদ্ভিদ থেকে 

গ. সূর্য থেকে ঘ. বাস্তুসংস্থান থেকে

২. একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে কী তৈরি হয়?

ক. বাস্তুসংস্থান খ. খাদ্যজাল 

গ. খাদ্য বলয় ঘ. পরাগায়ন

৩. উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?

ক. শব্দ খ. আলো 

গ. তাপ ঘ. বিদ্যুৎ

৪. নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল?

ক. ঘাস ফড়িং→ঘাস→সাপ→ব্যাঙ 

খ. ব্যাঙ→ঘাস ফড়িং→ঘাস→সাপ 

গ. সাপ→ঘাস ফড়িং→ঘাস→ব্যাঙ 

ঘ. ঘাস→ঘাস ফড়িং→ব্যাঙ→সাপ

৫. সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে  কিসের ওপর নির্ভরশীল?

ক. আলোর খ. বাতাসের  

গ. উদ্ভিদের ঘ. মাটির

উত্তর: ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. গ

(খ) শূন্যস্থান পূরণ করো

প্রশ্ন: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য 

শৃঙ্খলের        । 

উত্তর: শুরু

প্রশ্ন: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো        । 

উত্তর: খাদ্যশৃঙ্খল

প্রশ্ন: যেকোনো         অনেক খাদ্যশৃঙ্খল থাকে। 

উত্তর: বাস্তুসংস্থানে

প্রশ্ন: বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য         অন্তর্ভুক্ত। 

উত্তর: শৃঙ্খলের

প্রশ্ন: একাধিক খাদ্য শৃঙ্খল একত্র হয়ে         তৈরি করে। 

উত্তর: খাদ্যজাল 

প্রশ্ন: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের        । 

উত্তর: বাস্তুসংস্থান।

(গ) সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?

উত্তর: খাদ্যজাল একটি পরিবেশে বিদ্যমান একাধিক খাদ্যশৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। অন্যদিকে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।

প্রশ্ন: উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?

উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে থাকে।

প্রশ্ন: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও।

উত্তর: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো— 

১. মাটি

২. পানি ও

৩. বাতাস।

প্রশ্ন: পরাগায়ন কী?

উত্তর: ফুলের পরাগধানী থেকে পরাগরেণু বায়ু, মৌমাছি, পাখি ইত্যাদির সাহায্যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা