রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদি সান্ধ্য মাস্টার্স ইএমএসএস প্রোগ্রামে ১৭তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
ভর্তির যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেকোনো কলেজ থেকে বিএ/বিএসসি/বিএসএস/বিকম (পাস) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সনাতন পদ্ধতিতে/গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম ৬ পয়েন্ট।
ভর্তির আবেদনপত্র ৭ জুন পর্যন্ত বিভাগীয় অফিস থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
যোগাযোগ: কক্ষ নং ১৩০, রবীন্দ্রভবন, ফোন: ০৭২১–৭১১১৩৭ (অফিস), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অর্থনীতি বিভাগ: ০১৭৭১৩৪৭৫১৯ (সভাপতি)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: ০৭২১৭১১১৫০
সমাজকর্ম বিভাগ: ০৭২১৭১১১৫৮
সমাজবিজ্ঞান বিভাগ: ০৭২১৭১১১৫৯
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: ০৭২১৭১১১৩৬
ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ: ০৭২১৭১১১৩৭
লোক প্রশাসন বিভাগ: ০৭২১৭১১১৩৮
ফোকলোর বিভাগ: ০৭২১৭১১১৫১