এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১২১-১৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১২১. কোনো একটি ডেটা প্যাকেটকে কোন পথ দিয়ে পাঠানো সবচেয়ে সুবিধাজনক, সে সিদ্ধান্ত কে নিতে পারে?

ক. হাব

খ. সুইচ

গ. রাউটার

ঘ. গেটওয়ে

১২২. ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. হাব খ. সুইচ

গ. রাউটার ঘ. গেটওয়ে

১২৩. নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে কী বলে?

ক. মিডিয়া খ. সুইচ

গ. হাব ঘ. নোড

১২৪. মডেমের কাজ—

i. ডেটা পাঠানো

ii. ডেটা গ্রহণ

iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৫. মডেমের বৈশিষ্ট্য—

i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে

ii. অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে

iii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৬. রাউটারের কাজ—

i. নেটওয়ার্ক সম্প্রসারণ করা

ii. একাধিক প্রটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করা

iii. দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৭. নেটওয়ার্কযুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের নাম কী?

ক. ডিভাইস খ. টপোলজি

গ. মিডিয়া ঘ. নেটওয়ার্ক

১২৮. কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না?

ক. বাস টপোলজি খ. স্টার টপোলজি

গ. রিং টপোলজি ঘ. মেশ টপোলজি

১২৯. একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইসযুক্ত কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনের নাম কী?

ক. বাস টপোলজি খ. স্টার টপোলজি

গ. রিং টপোলজি ঘ. মেশ টপোলজি

নিচের উদ্দীপকের আলোকে ১৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কামাল সাহেব অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান–প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন। তারপর তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

১৩০. উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?

ক. PAN খ. LAN

গ. MAN ঘ. WAN

সঠিক উত্তর

অধ্যায় ২: ১২১.গ ১২২.ঘ ১২৩.ঘ ১২৪.ক ১২৫.ঘ ১২৬.ঘ ১২৭.খ ১২৮.গ ১২৯.খ ১৩০.খ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা