১১. উষ্ণতা হচ্ছে—
i. এক প্রকার শক্তি
ii. কোনো বস্তুর তাপীয় অবস্থা
iii. তাপের ফল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. ক্যালরিমিটার খ. থার্মোমিটার
গ. ব্যারোমিটার ঘ. অ্যান্টিমিটার
১৩. থার্মোমিটারে কোন পদার্থটি ব্যবহার করা হয়?
ক. পানি খ. পারদ
গ. ব্রোমিন ঘ. রূপা
১৪. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক. ৯৮.৪ ডিগ্রি সেলসিয়াস
খ. ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
গ. ৯৭.৪ ডিগ্রি সেলসিয়াস
ঘ. ৯৭.৪ ডিগ্রি ফারেনহাইট
১৫. স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে কী বলে?
ক. আপেক্ষিক তাপ
খ. সুপ্ততাপ
গ. নিম্ন স্থিরাঙ্ক
ঘ. ঊর্ধ্ব স্থিরাঙ্ক
১৬. স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় তাকে কী বলে?
ক. আপেক্ষিক তাপ
খ. সুপ্ত তাপ
গ. নিম্ন স্থিরাঙ্ক
ঘ. ঊর্ধ্ব স্থিরাঙ্ক
১৭. বর্তমানে উষ্ণতা পরিমাপের কয়টি স্কেল প্রচলিত আছে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
১৮. সেন্টিগ্রেড স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
ক. ০° খ. ৩২°
গ. ১০০° ঘ. ১৮০°
১৯. সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
ক. ০° খ. ৩২°
গ. ১০০° ঘ. ১৮০°
২০. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
ক. ০° খ. ৩২°
গ. ১০০° ঘ. ১৮০°
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১১.খ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা