সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. মেমোরির ক্ষমতা নির্ভর করে কোনটির ওপর?

ক. গতি ও ধারণক্ষমতার ওপর

খ. গতি ও প্রসেসরের ওপর

গ. ধারণক্ষমতা ও মেমোরির ওপর

ঘ. বিট ও বাইটের ওপর

১২. Hz (হার্টজ) কী?

ক. ক্ষমতার একক

খ. মেমোরির গতির একক

গ. একটি সফটওয়্যার

ঘ. এক্সপানশন স্লট

১৩. মেমোরির ধারণক্ষমতার একক কোনটি?

ক. Cycle খ. Hz

গ. Byte ঘ. MHz

১৪. ১ বাইট = কত বিট?

ক. ৮ বিট খ. ৯ বিট

গ. ১০২০ বিট ঘ. ১০২৪ বিট

১৫. ১ কিলোবাইট = কত বাইট?

ক. ১০২৪ বাইট খ. ১০২৮ বাইট

গ. ১০৪০ বাইট ঘ. ১০৬০ বাইট

১৬. ১ গিগাবাইট = কত?

ক. (১০২৪ × ১০২৪ × ১০২৪) বিট

খ. (১০২৪ × ১০২৪ × ১০২৪ × ৮) বিট

গ. (১০২৪ × ১০২৪ × ১০২৪) বাইট

ঘ. ১০২৪ কিলোবাইট × ১ মেগাবাইট

১৭. RAM-কে কোনটি বলা যায়?

ক. স্থায়ী মেমোরি

খ. অস্থায়ী মেমোরি

গ. সহায়ক মেমোরি

ঘ. ভার্চ্যুয়াল মেমোরি

১৮. ROM নিচের কোনটি?

ক. স্থায়ী মেমোরি

খ. অস্থায়ী মেমোরি

গ. সহায়ক মেমোরি

ঘ. ক্যাশ মেমোরি

১৯. RAM-এর ধারণক্ষমতা বাড়ানো যায়—

i. অতিরিক্ত RAM চিপ যোগ করে

ii. পুরোনো কম ধারণক্ষমতার RAM এর পরিবর্তে নতুন উচ্চক্ষমতার RAM যোগ করে

iii. RAM ক্যাশ ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কম্পিউটারে মেমোরি কার্ড-সংযোগ দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক. পেনড্রাইভ খ. হার্ডডিস্ক

গ. কার্ড রিডার ঘ. ফ্লপিডিস্ক

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)