দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৪১. কোনটি থেকে ঝুঁকির উদ্ভব?

ক. নিশ্চয়তা খ. অনিশ্চয়তা

গ. অর্থ ঘ. ব্যবসায়

৪২. প্রত্যাশার চেয়ে বেশি লাভ হলে সেটা কেন ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?

ক. অধিক আয়ের কারণ অজানা বলে

খ. আয় বেশি বলে

গ. অধিক অর্থ মানেই অধিক ঝুঁকি

ঘ. কম অর্থ মানেই কম ঝুঁকি

৪৩. অনিশ্চয়তাকে কমানো যায় না কেন?

ক. পরিমাপ করা যায় না বলে

খ. পরিমাপ করা যায় বলে

গ. অনেক বেশি বলে

ঘ. অনিশ্চয়তা পরিমাপযোগ্য বলে

৪৪. বিনিয়োগকারীর ক্ষেত্রে প্রযোজ্য—

i. সুদের হারের ঝুঁকি

ii. মুনাফার ঝুঁকি

iii. তারল্য ঝুঁকি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. নিচের কোন মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক?

ক. স্থায়ী মূলধন

খ. চলতি মূলধন

গ. ঋণ মূলধন

ঘ. বিনিয়োগ করা মূলধন

৪৬. নিচের কোনটি সৃষ্টি হয় ঋণ মূলধন ব্যবহার করলে?

ক. মুনাফা পরিশোধের দায়

খ. সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায়

গ. লভ্যাংশ পরিশোধের দায়

ঘ. ঋণ পরিশোধের দায়

৪৭. ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে কিসের ওপর?

ক. পণ্যের দামের ওপর

খ. পণ্যের বাজার চাহিদার ওপর

গ. ক্রেতার ওপর

ঘ. ঝুঁকির ওপর

৪৮. ব্যবসাপ্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ?

ক. ঝুঁকি নেওয়া

খ. ঝুঁকি পরিমাপ

গ. অধিক পরিমাণে বিনিয়োগ

ঘ. সঠিক সিদ্ধান্ত

৪৯. কখন পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হয় না?

ক. প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে

খ. উৎপাদন বেশি হলে

গ. বিক্রয় বেশি হলে

ঘ. ঝুঁকি কম হলে

৫০. সরকারের ইস্যু করা বিনিয়োগ কী হিসেবে পরিগণিত হয়?

ক. ঝুঁকি খ. ঝুঁকিমুক্ত

গ. লাভজনক ঘ. অনিশ্চিত বিনিয়োগ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪১.খ ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.খ ৪৯.ক ৫০.খ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা