১১. প্রশ্ন: ৭-এর ৫টি গুণিতক লেখো।
উত্তর: ৭, ১৪, ২১, ২৮, ৩৫।
১২. প্রশ্ন: ৩ ও ৪-এর দুটি সাধারণ গুণিতক লেখো।
উত্তর: ১২, ২৪।
১৩. প্রশ্ন: ৪ এবং ৫-এর লসাগু লেখো।
উত্তর: ২০
১৪. প্রশ্ন: ২ এবং ৩-এর ৩টি সাধারণ গুণিতক লেখো।
উত্তর: ৬, ১২, ১৮
১৫. প্রশ্ন: ৩ এবং ৪-এর ৩টি সাধারণ গুণিতক লেখো।
উত্তর: ১২,২৪, ৩৬
১৬. প্রশ্ন: যেসব সংখ্যা দ্বারা ৮-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ৮-এর কী?
উত্তর: গুণনীয়ক।
১৭. প্রশ্ন: কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সব সময় কোন কোন সংখ্যা থাকে?
উত্তর: ১ এবং ওই সংখ্যা।
১৮. প্রশ্ন: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯—এদের ভেতরে ৯-এর গুণনীয়ক কোনগুলো?
উত্তর: ১, ৩, ৯।
১৯. প্রশ্ন: ১ কেন মৌলিক সংখ্যা নয়?
উত্তর: কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে।
২০. প্রশ্ন: যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তাহলে সংখ্যাটি কী হবে?
উত্তর: একাধিক মৌলিক সংখ্যার গুণফল।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা