২১. ইসলামি অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে কোনটি অন্যতম?
ক. জাকাত খ. খনিজ সম্পদ
গ. গনিমত ঘ. ভূমি কর
২২. কাদের সম্পদে আল্লাহ তায়ালা গরিবের অংশ নির্ধারণ করে দিয়েছেন?
ক. সালাত আদায়কারীদের
খ. মুসলমানদের
গ. ধনীদের
ঘ. ক্ষমতাসীনদের
২৩. ইসলামের কোন মৌলিক স্তম্ভটি দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে সহায়ক?
ক. সালাত খ. জাকাত
গ. সাওম ঘ. হজ
২৪. হজ শব্দের আভিধানিক অর্থ কী?
ক. জিয়ারত করা খ. প্রার্থনা করা
গ. একত্রিত হওয়া ঘ. ইচ্ছা করা
২৫. সামর্থ্যবানদের ওপর হজ জীবনে কতবার ফরজ?
ক. ১ বার খ. ২ বার
গ. ৩ বার ঘ. যতবার সম্ভব
২৭. হজের সময় কত তারিখ শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়?
ক. ৮, ৯ ও ১০ জিলহজ
খ. ৯, ১০ ও ১১ জিলহজ
গ. ১০, ১১ ও ১২ জিলহজ
ঘ. ১১, ১২ ও ১৩ জিলহজ
২৮. হজের মাধ্যমে কী সৃষ্টি হবে?
ক. বিশ্বভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে
খ. সর্বজনীন ভ্রাতৃত্ববোধ
গ. সাম্য
ঘ. বিশ্বাস
২৯. হজে শয়তানের উদ্দেশ্যে কী ছুড়ে মারতে হয়?
ক. পানি খ. বালি
গ. পাথর ঘ. কাদা
৩০. কবুল হজের পুরস্কার কী?
ক. ডান হাতে আমল খ. জান্নাত
গ. শাফাআত ঘ. আল্লাহ তায়ালার দিদার
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.খ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা