Ques. No.1: Gap filling activities without clues: এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ থাকবে। সঠিক preposition ও article ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। যেখানে কোনো article ব্যবহৃত হবে না, সেখানে zero article অর্থাৎ, ‘×’ চিহ্ন ব্যবহৃত হবে। এ অংশে কোনো clue দেওয়া থাকবে না। শুধু উত্তরগুলো a, b, c, d, ….j. আকারে লিখবে।
Ques. No.2: Gap filling activities with clues: এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ থাকবে। প্রশ্নের এ অংশে clue দেওয়া থাকবে। বক্সে প্রদত্ত parts of speech সঠিক ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করার সময় প্রয়োজনে গ্রামারের পরিবর্তন করা যাবে। উত্তর a, b, c, d, ….j. আকারে লিখবে।
Ques. No.3: Substitution Table: এ অংশে তিনটি column বিশিষ্ট একটি Table দেওয়া থাকবে। প্রথম column–এ ছয়টি Subject থাকে, দ্বিতীয় column-এ Verb থাকে এবং তৃতীয় column-এ Sentence–এর বাকি অংশ দেওয়া থাকে। প্রথম column-এ ব্যবহৃত Subject–এর number ও person অনুসারে দ্বিতীয় column-এর Verb ও তৃতীয় column থেকে অতিরিক্ত অংশ নিয়ে অর্থপূর্ণ Sentence তৈরি করতে হবে।
Ques. No.4: Right form of verbs: এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ থাকবে। শূন্যস্থান পূরণের জন্য বক্সে clue হিসেবে verb দেওয়া থাকবে। Verb-এর right form ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করবে। Subject-verb-agreement, person, number এবং tense–এর পরিবর্তন ছাড়াও voice–এর passive form–এর ব্যবহার করার প্রয়োজন হতে পারে। প্রয়োজনে verb-এর negative form ব্যবহার করবে।
Ques. No.5: Changing sentences: এ অংশে ১০টি বাক্যের একটি অনুচ্ছেদ থাকবে। বাক্যগুলোর পাশে ব্রাকেটের ভেতরে দেওয়া নির্দেশনা অনুসারে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে।
Ques. No.6: Completing Sentences: প্রশ্নপত্রের এ অংশে ৫টি incomplete sentence দেওয়া থাকবে। সংগতিপূর্ণ conditional clause/ gerund/ infinitive/ participles/ phrase দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এ প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই context ও grammar অনুসরণ করে পূর্ণ Sentence–এ লিখবে। যে অংশটি পূরণ করবে, সে অংশটির নিচে দাগ দিবে।
Ques. No.7: Use of suffix and prefix: এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের ভিতরে চৌদ্দটি শব্দকে ব্রাকেটের মধ্যে দেওয়া থাকবে। মূলশব্দের সঙ্গে context অনুসারে উপযুক্ত prefix বা suffix অথবা prefix ও suffix উভয়ই যোগ করে উত্তর লিখবে।
Ques. No.8: Making tag questions: এ অংশে বিবৃতি, নির্দেশ, অনুরোধ (আবেগ, আনন্দ, বেদনা) ইত্যাদি প্রকাশক সাতটি Sentence দেওয়া থাকবে। প্রতিটি Sentence যথোপযুক্ত tag সহ পুনরায় লিখে উত্তর করতে হবে। উত্তর লেখার সময় অবশ্যই পুরো Sentence সহ tag লিখতে হবে এবং উত্তরের অংশটি underline করবে। Sentence প্রদত্ত অংশের পরে Comma ব্যবহার করবে। Comma–এর পরে ব্যবহৃত Be Verb ও Auxiliary–এর প্রথম অক্ষরটি অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখবে। Sentence–এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করতে ভুল করবে না।
Ques. No.9: Use of capitals and punctuation marks: প্রশ্নপত্রের এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখানে কোনো punctuation marks (বিরাম চিহ্ন) দেওয়া থাকবে না। উপযুক্ত punctuation marks এবং capital letter ব্যবহার করে অনুচ্ছেদটি লিখবে।
Ques. No.10: Writing CV with cover letter: এ অংশে কিছু instructions দেওয়া থাকবে। সে অনুসারে একটি cover letterসহ CV লিখতে হবে। উত্তরপত্রের বামপাশের পৃষ্ঠায় cover letter এবং ডান পাশের পৃষ্ঠায় CV লিখবে।
Ques. No. 11: Writing Formal Letter (complaint letter, notice): এ অংশে সাম্প্রতিক বিষয় বা ঘটনা অথবা কোন সমস্যার ওপর ভিত্তি করে সে সমস্যার সমাধান চেয়ে একটি formal letter লিখতে হবে। তবে formal letter–এর পরিবর্তে Notice লিখতে বলা হতে পারে। এ অংশটি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন তাই এ অংশের জন্য ভালো করে প্রস্তুতি নেবে।
Ques. No.12: Paragraph Writing: এ অংশে প্রশ্নপত্রের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যে একটি paragraph লিখবে। সুন্দর একটি Paragraph লেখার সময় অবশ্যই প্রথম Sentence–এর মধ্যে Paragraphটির বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এবং পরবর্তী Sentenceগুলো দ্বারা প্রথম Sentence-এ প্রদত্ত বিষয়বস্তুকে ব্যাখ্যা করবে।
মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা