আদালত
আদালত

আইনের শাসন—পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

[এর আগের প্রকাশিত লেখা]

৪২. ‘যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ’—এটি কোন ধরনের সাম্যকে নির্দেশ করে?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক

৪৩. নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে?

ক. সুশীল সমাজ খ. ধর্ম

গ. আমলাতন্ত্র ঘ. সাম্য

৪৪. আইনের অনুশাসন কথাটি প্রথম কে ব্যবহার করেন?

ক. সি এফ স্ট্রং

খ. অধ্যাপক ডাইসি

গ. অধ্যাপক গেটেল

ঘ. অধ্যাপক গার্নার

৪৫. ‘যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’— এ উক্তিটি কার?

ক. জন অস্টিন খ. জন লক

গ. টমাস হবস ঘ. অধ্যাপক গেটেল

৪৬. স্বাধীনতা উপভোগ করার জন্য কিসের প্রয়োজন?

ক. আইন খ. নৈতিকতা

গ. মূল্যবোধ ঘ. প্রথা

৪৭. অধিকারের বৈশিষ্ট্য হলো—

i. শাশ্বত ও চূড়ান্ত

ii. ব্যক্তির সর্বজনীন কল্যাণ

iii. ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. অর্থনৈতিক সাম্য বলতে বোঝায়—

i. সবার সম্পদ সমান হবে

ii. সবাই ন্যায্য মজুরি পাবে

iii. সবাই যোগ্যতা অনুযায়ী কাজ পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. আইনের অনুশাসন বলতে বোঝায়—

i. কেউই আইনের ঊর্ধ্বে নয়

ii. বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না

iii. আইনের চোখে সবাই সমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. খ ৪৬. ক ৪৭. গ ৪৮. গ ৪৯. ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা