মানবসম্পদ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ,অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. মানবসম্পদ ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?

ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক 

গ. সামাজিক ঘ. আইনগত

২. বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে যে পদক্ষেপ হতে পারে তা হলো—

i. জনগণের সঞ্চয় প্রবণতা বাড়ানো

ii. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ

iii. শেয়ার বাজারকে গতিশীল করা

       নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii   

৩. আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

ক. সামাজিক খ. রাজনৈতিক 

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

৪. জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্গত?

ক. অর্থনৈতিক খ. সামাজিক 

গ. আইনগত ঘ. রাজনৈতিক

৫. বাংলাদেশের অধিকাংশ হোটেল—রেস্তোরাঁসমূহের খাদ্যতালিকা নির্ধারণে নিচের কোন পরিবেশটির প্রভাব রয়েছে?

ক. সামাজিক খ. অর্থনৈতিক 

গ. প্রাকৃতিক ঘ. প্রযুক্তিগত

৬. মানবসম্পদ ব্যবসার কোন পরিবেশের উপাদানের অন্তর্গত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

  গ. প্রাকৃতিক ঘ. অর্থনৈতিক

৭. বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের পথে প্রতিবন্ধকতা হলো—

i. রাজনৈতিক অস্থিতিশীলতা 

ii. সুশাসনের অভাব 

iii. অনুন্নত অর্থনৈতিক পরিবেশ

        নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. জনসংখ্যা সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভালো দিক হলো—

i. উৎপাদক ও ভোক্তা হিসেবে দ্বৈত ভূমিকা পালন

ii. বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগ

iii. পণ্য ও সেবার ব্যাপক বাজার সৃষ্টি

       নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. কোন উপাদানটি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. পরিচালনা পর্ষদ   খ. শেয়ারহোল্ডার 

গ. প্রতিযোগী     ঘ. শ্রমিক–কর্মী

১০. বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পরিবেশের কোন উপাদান সবচেয়ে বেশি ভূমিকা রাখে?

ক. রাজনৈতিক খ. সামাজিক 

গ. আইনগত ঘ. প্রযুক্তিগত

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ   ২.খ   ৩.খ   ৪.ক   ৫.ক   ৬.ঘ   ৭.ঘ   ৮.ঘ   ৯.গ   ১০.ক 

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা