সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৬৭) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

মুক্তিযুদ্ধ সম্পর্কিত

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।

ক. ১৯৫২ সালে হয়েছিল ___।

খ. ১৯৬৬ সালে হয়েছিল ___।

গ. ১৯৬৯ সালে হয়েছিল ___।

ঘ. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ___নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল।

ঙ. ১৯৭১ সালের ৭ মার্চে ___ভাষণ প্রদান করেন।

চ. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ___চালায়।

ছ. ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়ে ___শুরু হয়।

উত্তর

ক. ভাষা আন্দোলন

খ. ছয় দফা আন্দোলন

গ. গণ–অভ্যুত্থান

ঘ. আওয়ামী লীগ

ঙ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

চ. নারকীয় গণহত্যা

ছ. মুক্তিযুদ্ধ

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?

উত্তর: মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো—

১. বীরশ্রেষ্ঠ

২. বীর উত্তম

৩. বীর বিক্রম ও

৪. বীর প্রতীক।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বাধীন সরকারের নাম কী?

উত্তর: ‘মুজিবনগর’ সরকার।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার কোথায় এবং কবে গঠিত হয়?

উত্তর: তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।

প্রশ্ন: মুজিবনগর সরকারের প্রধান কাজগুলো লেখো?

উত্তর:

১. মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা

২. দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করা।

প্রশ্ন: মুক্তিবাহিনীর তিনটি ব্রিগেড ফোর্সের নাম লেখো।

উত্তর:

১. কে ফোর্স

২. এস ফোর্স

৩. জেড ফোর্স

প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: আগারগাঁওয়ে

প্রশ্ন: বীর প্রতীক কাঁকন বিবি কোন সম্প্রদায়ের নারী?

উত্তর: খাসিয়া

প্রশ্ন: ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কযে৴র স্থপতি কে?

উত্তর: শামীম সিকদার

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কবে?

উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশের নাম কী?

উত্তর: ইরাক

প্রশ্ন: মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল কবে?

উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা