৫১. নিরক্ষরেখাকে কত ডিগ্রি রেখা কল্পনা করা হয়?
ক. ০° খ. ৮০°
গ. ১২০° ঘ. ২৪০°
৫২. সমাক্ষরেখা কী?
ক. নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাসমূহ
খ. মূল মধ্যরেখার সমান্তরালে কল্পিত রেখা
গ. ৯০° বরাবর কল্পিত রেখা
ঘ. উত্তর রেখা
৫৩. নিচের কোনটি কর্কটক্রান্তি রেখা নির্দেশ করে?
ক. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ
খ. ২৩.৫° উত্তর অক্ষাংশ
গ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ
ঘ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ
৫৪. নিচের কোনটি মকরক্রান্তি রেখা?
ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ
খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ
গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ
ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ
৫৫. কোন অক্ষাংশকে সুমেরু বৃত্ত হিসেবে কল্পনা করা হয়?
ক. ২৩.৫° উত্তর
খ. ২৩.৫° দক্ষিণ
গ. ৬৬.৫° উত্তর
ঘ. ৬৬.৫° দক্ষিণ
৫৬. কোন অক্ষাংশটি কুমেরু বৃত্ত নির্দেশ করে?
ক. ৬৬.৫° উত্তর খ. ৬৬.৫° দক্ষিণ
গ. ৬৮.৫° উত্তর ঘ. ৬৮.৫° দক্ষিণ
৫৭. বাংলাদেশের ওপর দিয়ে নিচের কোন বিশেষ রেখাটি অতিক্রম করেছে?
ক. মকরক্রান্তি রেখা খ. কর্কটক্রান্তি রেখা
গ. বিষুবরেখা ঘ. সমাক্ষরেখা
৫৮. সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. সেক্সট্যান্ট যন্ত্র খ. ইনকিউবেটর
গ. অডোমিটার ঘ. টেকোমিটার
৫৯. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি?
ক. ০° খ. ৫°
গ. ১০° ঘ. ১৫°
৬০. ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়?
ক. ১৫ মিনিট খ. ৪ মিনিট
গ. ১ ঘণ্টা ঘ. ৪ সেকেন্ড
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.খ ৫৫.গ ৫৬.খ ৫৭.খ ৫৮.ক ৫৯.ক ৬০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা