এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. কোনটি দ্বীপরাষ্ট্র?

ক. যুক্তরাষ্ট্র খ. জাপান

গ. চীন ঘ. ভারত

৩২. বাংলাদেশের সর্বাধিক খরস্রোতা নদী কোনটি?

ক. কর্ণফুলী খ. মেঘনা

গ. যমুনা ঘ. গোমতী

৩৩. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

ক. ১২০ খ. ২০০

গ. ২২০ ঘ. ২৪০

৩৪. অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

ক. মাউন্ট ইরেবাস

খ. কিলিমাঞ্জারো

গ. ভিনসন ম্যাসিফ

ঘ. অ্যাপেলেশিয়ান

৩৫. জাপানের ৩য় বৃহত্তম দ্বীপের নাম কী?

ক. হনসু খ. কিউসু

গ. সিকোকু ঘ. হোক্কাইডু

৩৬. আফ্রিকার সবচেয়ে বৃহৎ দ্বীপ কোনটি?

ক. ওশেনিয়া খ. মাদাগাস্কার

গ. মার্শাল দ্বীপ ঘ. নিউজিল্যান্ড

নিচের উদ্দীপকের আলোকে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বশির মিয়া সুনামগঞ্জের চুনাপাথর খনিতে চুনাপাথর সংগ্রহের কাজ করেন। পাশাপাশি তিনি বাড়িতে গরু-ছাগল পালন করেন।

৩৭. উদ্দীপকে মানব ভূগোলের কোন শাখাকে বোঝানো হয়েছে?

ক. জনসংখ্যা খ. অর্থনৈতিক

গ. আঞ্চলিক ঘ. রাজনৈতিক

৩৮. উল্লেখিত শাখায় আলোচনা করা হয়—

i. অভিগমন

ii. বনজ সম্পদ

iii. ব্যবসা বাণিজ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের স্থান কততম?

ক. ষষ্ঠ খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

৪০. মেহেরপুর কোন বিভাগের অন্তর্গত?

ক. খুলনা খ. বরিশাল

গ. সিলেট ঘ. রাজশাহী

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা