এসএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন—

i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

ii. যোগাযোগের দক্ষতা

iii. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ

খ. জ্ঞান আহরণ

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ

ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

২৩. ফেসবুকের নির্মাতা কে?

ক. স্টিভ জবস

খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ

ঘ. টিম বার্নার্স লি

২৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—

i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

iii. তথ্য সংগ্রহ করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

ক. চার্লস ব্যাবেজ

খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

ঘ. স্টিভ জবস

২৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

ক. প্রকৌশলী ও গণিতবিদ

খ. চিত্রকর

গ. গবেষক

ঘ. শিক্ষক

২৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?

ক. ১৭৯১ খ. ১৭৯২

গ. ১৭৯৩ ঘ. ১৮৫২

২৮. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?

ক. ১৮১৫ খ. ১৮৪২

গ. ১৮৫২ ঘ. ১৮৭১

২৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

ক. চার্লস ব্যাবেজ

খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ

ঘ. অ্যাডা লাভলেস

৩০. Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?

ক. স্টিভ জজনিয়াক

খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেটস

ঘ. মার্ক জাকারবার্গ

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.খ

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনারসহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা