পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, বিজ্ঞান পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২, অধ্যায় ৩, অধ্যায় ৫ ও অধ্যায় ৬ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
১. অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
২. গাজরে প্রধানত নিচের কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ
গ. সুক্রোজ ঘ. বিটা ক্যারোটিন
৩. কিসের অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে?
ক. ভিটামিন এ খ. প্রোটিন
গ. ভিটামিন ডি ঘ. শর্করা
৪. অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. পিরিডক্সিন খ. থায়ামিন
গ. কোবালামিন ঘ. নিয়াসিন
৫. কমলালেবুতে কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ
গ. সুক্রোজ ঘ. বিটা ক্যারোটিন
৬. কী কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়?
ক. অ্যান্টিবডি খ. হিমোগ্লোবিন
গ. ফসফরাস ঘ. সালফার
৭. মানুষের দেহ গঠনের খাদ৵ কোনটি?
ক. আমিষ খাদ৵ খ. শক৴রা খাদ৵
গ. স্নেহ খাদ৵ ঘ. ভিটামিন খাদ৵
৮. অ্যাসেটিক অ্যাসিডের ৫% দ্রবণকে কী বলে?
ক. এনজাইম খ. ভিনেগার
গ. সালফেট ঘ. ফসফেট
৯. সালফেটের লবণ ব্যবহারের ফলে কিসের বৃদ্ধি কমানো যায়—
i. ছত্রাক
ii. ব্যাকটেরিয়া
iii. অন্যান্য অণুজীব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, ও iii
১০. ফলের রস ও ফলের শাঁস সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিনেগার
খ. অ্যাসেটিক অ্যাসিড
গ. সোডিয়াম বেজোয়েট
ঘ. লবণ
১১. আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সে জন্য কী স্প্রে করে?
ক. কালটার খ. ভিনেগার
গ. কার্বাইড ঘ. কোহল
১২. ফল পাকানোর জন৵ ক্যালসিয়াম কার্বাইড বাতাসের সংস্পর্শে এসেই কোন বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয়?
ক. অ্যাসিটিলিন ইথানল
খ. অক্সাইড সালফার
গ. জিবেরেলিন
ঘ. কোহেল
১৩. এইডস সংক্রামক রোগ কত সালে চিহ্নিত হয়েছিল?
ক. ১৯৮০ সালে খ. ১৯৮১ সালে
গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৮৭ সালে
১৪. মানবদেহের রোগজীবাণু আক্রমণ প্রতিরোধের ক্ষমতাকে কী বলে?
ক. অ্যান্টিজেন খ. ইমিউনিটি
গ. অ্যান্টিবডি ঘ. প্রিভেন্টস
১৫. রক্তের মধ্যে কে অ্যান্টিবডি তৈরি করে?
ক. হিমোগ্লোবিন খ. লিম্ফোসাইট
গ. আরবিসি ঘ. অণুচক্রিকা
১৬. রক্তের কোন কণিকাটি মানবদেহের শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়?
ক. অণুচক্রিকা খ. শ্বেতকণিকা
গ. লোহিত কণিকা ঘ. এনজাইম
১৭. নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?
ক. ভিটামিন এ খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন
১৮. কিসের অভাবে বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়?
ক. ফসফরাস খ. ক্যালসিয়াম
গ. জিঙ্ক ঘ. লৌহ
১৯. মানবদেহের শরীরে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লোপ পায় বা জ্ঞান হারায়?
ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ
গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ
২০. জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. খাদ্য খ. পানি
গ. বাতাস ঘ. আলো
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ঘ ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.ক
১. বিশুদ্ধ পানির pH কত?
ক. ৫.৫ খ. ৭
গ. ৮ ঘ. ৮.৫
২. কোনো জলীয় দ্রবণ ক্ষারীয় হলে pH এর মান কত?
ক. ৭–এর কম খ. ৭–এর বেশি
গ. ৭–এর সমান ঘ. ৮–এর কম
৩. পানির সংকেত কোনটি?
ক. H2O খ. H2
গ. H3O ঘ. HC1
৪. কোনো জলীয় দ্রবণ অ্যাসিডিক হলে
pH –এর মান কত হবে?
ক. ৭–এর কম খ. ৭–এর বেশি
গ. ৭.৫–এর সমান ঘ. ৮–এর কম
৫. পৃথিবীর মোট পানির শতকরা কত ভাগ হিমবাহ ও তুষার থেকে আসে?
ক. ১ ভাগ খ. ২ ভাগ
গ. ৪ ভাগ ঘ. ৬ ভাগ
৬. পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী পানির পরিমাণ শতকরা কত?
ক. ১ ভাগ খ. ২ ভাগ
গ. ১০ ভাগ ঘ. ৪০ ভাগ
৭. মানুষের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা প্রায় কত ভাগ মাছ থেকে আসে?
ক. ৬০ ভাগ খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ
৮. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?
ক. ২ মিলিগ্রাম খ. ৩ মিলিগ্রাম
গ. ৪ মিলিগ্রাম ঘ. ৫ মিলিগ্রাম
৯. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি লবণাক্ত?
ক. ৭০ ভাগ খ. ৮৭ ভাগ
গ. ৯৭ ভাগ ঘ. ৯৮ ভাগ
১০. ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব
কত হয়?
ক. ১ গ্রাম/সিসি
খ. ১০ গ্রাম.সিসি
গ. ১০০ গ্রাম.সিসি
ঘ. ১০০০ গ্রাম/সিসি
১১. ইটিপি কী?
ক. বর্জ্য পরিশোধন ব্যবস্থা
খ. ইমার্জেন্সি ট্রান্সপারেন্ট
গ. পানি উত্তোলন ব্যবস্থা
ঘ. পানির সরবরাহ ব্যবসা
১২. ইরি হ্র৶দকে ‘মৃত হ্রদ’ হিসেবে ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৬০ সালে
গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৯ সালে
১৩. ইরি হ্রদে কারখানার বর্জ৵ ফেলায় সেখানে কিসের মাত্রা বেড়ে গিয়েছিল?
ক. ফসফেট খ. আয়রন
গ. পটাশ ঘ. ইউরিয়া
১৪. কত বছর পর ইরি হ্রদে আবার প্রাণীর অস্তিত্ব ধরা পড়তে শুরু করে?
ক. প্রায় ৫ বছর খ. প্রায় ৮ বছর
গ. প্রায় ১০ বছর ঘ. প্রায় ১২ বছর
১৫. বন্যার পানি ব্যবহার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ব্লিচিং পাউডার
খ. ক্লোরোফর্ম
গ. সোডিয়াম হাইপোক্লোরাইড
ঘ. সোডিয়াম কার্বনেট
১৬. পানিতে নাইট্রোজেন ও ফসফেট বেড়ে গেলে কী হয়?
ক. মাছ তাড়াতাড়ি বড় হয়
খ. মাছ তাড়াতাড়ি মরে যায়
গ. প্রচুর শ্যাওলা জন্মায়
ঘ. মাছ আস্তে আস্তে বড় হয়
১৭. মানুষের ত্বক ও ফুসফুসের ক্যানসার হয় পানিতে কোন পদার্থযুক্ত পানি পান করলে?
ক. মারকারি খ. সিসা
গ. আর্সেনিক ঘ. আয়রন
১৮. শরীরে জ্বালাপোড়া, খিটখিটে মেজাজ হওয়া কোন ধাতবযুক্ত পানি পান করলে?
ক. সিসা খ. পারদ
গ. আর্সেনিক ঘ. আয়রন
১৯. সাধারণ ক্ষারের উপস্থিতিতে পানি কাজ করে—
i. ক্ষার হিসেবে
ii. অ্যাসিড হিসেবে
iii. নিরপেক্ষ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানি বণ্টন নিয়ে প্রথম চুক্তি হয় কত সালে?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৭ সালে
গ. ১৯৯৬ সালে ঘ. ১৯৯৮ সালে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.খ ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ক ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.খ
১. ‘প্লেইটলেট’ শব্দের অর্থ কী?
ক. লোহিত রক্তকণিকা
খ. শ্বেত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. প্লাজমা
২. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?
ক. ২.৫ লক্ষ খ. ৩ লক্ষ
গ. ৪ লক্ষ ঘ. ৫ লক্ষ
৩. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনমিলিমিটারে শ্বেতকণিকার সংখ্যা কত?
ক. ৪,০০০-১০,০০০
খ. ৫,০০০-১০,০০০
গ. ৬,০০০-১০,০০০
ঘ. ৭,০০০-১০,০০০
৪. কী হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?
ক. পলিসাইথিমিয়া
খ. অ্যানিমিয়া
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
৫. কী হলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পায়?
ক. অ্যানিমিয়া
খ. পলিসাইথিমিয়া
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
৭. ‘ব্লাড ক্যানসারের’ অপর নাম কী?
ক. লিউকেমিয়া
খ. পলিসাইথিমিয়া
গ. অ্যানিমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
৮. কী হলে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়?
ক. অ্যানিমিয়া
খ. লিউকেমিয়া
গ. পলিসাইথিমিয়া
ঘ. লিউকোসাইটোসিস
৯. রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
ক. পারপুরা
খ. থ্রম্বোসিস
গ. থ্যালাসিমিয়া
ঘ. থ্রম্বোসাইটোসিস
১০. ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কী অবস্থার সৃষ্টি হয়?
ক. লিউকোসাইটোসিস
খ. পারপুরা
গ. থ্যালাসিমিয়া
ঘ. থ্রম্বোসাইটোসিস
১১. ‘থ্যালাসিমিয়া’ হলে রোগীকে কত মাস পরপর রক্ত দিতে হয়?
ক. ৩ মাস খ. ৪ মাস
গ. ৫ মাস ঘ. ৬ মাস
১২. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ওপর ভিত্তি করে মানবজাতির রক্ত কয়টি গ্রুপে ভাগ করা হয়?
ক. ৩ টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১৩. কোন গ্রুপ সব গ্রুপকে রক্ত দিতে পারে?
ক. A খ. B
গ. AB ঘ. O
১৪. ডায়াবেটিস রোগের লক্ষণ—
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. খুব বেশি পিপাসা পাওয়া
iii. চামড়া শুকিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. শিরায় কপাটিকা থাকায় —
i. রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়
ii. রক্তে O2 কম থাকে
iii. রক্তে CO2 যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ থেকে ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিহাব হাসান চাকরি থেকে অবসর নেওয়ার পর বাসায় বসে থাকেন। ফলে কিছুদিনের মধ্যে তিনি মোটা হয়ে যান ও তাঁর ওজন বেড়ে যায়। তিনি পরীক্ষা করে দেখলেন তাঁর রক্তে শর্করার পরিমাণ প্রচুর বৃদ্ধি পেয়েছে।
১৬. উদ্দীপকে কোন রোগের কথা বলা হয়েছে?
ক. হাঁপানি খ. যক্ষ্মা
গ. উচ্চ রক্তচাপ ঘ. ডায়াবেটিস
১৭ . শিহাব হাসানের ঐ রোগ হওয়ার কারণ কী?
ক. পরিশ্রম না করা
খ. হঠাৎ চাকরি থেকে অবসর
গ. মানসিক যন্ত্রণা
ঘ. বৃদ্ধ হয়ে যাওয়া
১৮. শিহাব হাসানের রোগটি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন—
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ঔষধ সেবন
iii. সুশৃঙ্খল জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘Rh’ ফ্যাক্টর কী?
ক. অ্যাগুটিনোজেন
খ. অ্যান্টিবডি
গ. অ্যাগুটিনিন
ঘ. নন-অ্যান্টিজেন
২০. যেসব মানুষের রক্তে Rh ফ্যাক্টর অনুপস্থিত তাদের কী বলা হয়?
ক. Rh++ খ. Rh--
গ. Rh+ ঘ. Rh-
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.গ ২.ক ৩.ক ৪.ক ৫.ক ৭.ক ৮.খ ৯.খ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
১. কোনটি নিরাপদ ড্রাইভিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়?
ক. শুধু সামনে তাকানো
খ. আশপাশে খেয়াল রাখা
গ. নড়াচড়া না করা
ঘ. পেছনে তাকিয়ে দেখা
২. গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩. পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?
ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স
গ. গোলীয় দর্পণ ঘ. সমতল দর্পণ
৪. পাহাড়ি রাস্তার বাঁকের কোণ কত থাকে?
ক. ০° খ. ৪৫°
গ. ৬০° ঘ. ৯০°
৫. পাহাড়ি রাস্তায় ড্রাইভিং নিরাপদ করার জন্য রাস্তায় কী বসানো হয়?
ক. সমতল দর্পণ খ. গোলীয় দর্পণ
গ. সাইড ভিউ মিরর ঘ. লেন্স
৬. পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়?
ক. সমতল দর্পণ খ. অবতল দর্পণ
গ. উত্তল দর্পণ ঘ. গোলীয় দর্পণ
৭. আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?
ক. লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়
খ. অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে
গ. মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়
ঘ. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্ক একই থাকে
৮. সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত?
ক. ৪৫° খ. ৯০°
গ. ৬০° ঘ. ১৮০°
৯. আলো তির্যকভাবে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কী ঘটে?
ক. অভিলম্ব থেকে দূরে সরে যায়
খ. অভিলম্বের দিকে বেঁকে যায়
গ. অভিলম্ব বরাবর চলে যায়
ঘ. আপতিত রশ্মি বরাবর চলে যায়
১০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১১. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?
ক. ১ খ. ১.৫
গ. ২ ঘ. ২.৫
১২. লেন্সে আলোর কী ঘটে?
ক. প্রতিসরণ খ. আবর্তন
গ. প্রতিফলন ঘ. সমবর্তন
১৩. অধিকাংশ লেন্স কিসের তৈরি?
ক. কাচ খ. প্লাস্টিক
গ. কোয়ার্টজ ঘ. ডায়মন্ড
১৪. অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়?
ক. দীর্ঘদৃষ্টি খ. ক্ষীণদৃষ্টি
গ. বার্ধক্য দৃষ্টি ঘ. বিষম দৃষ্টি
১৫. উত্তল লেন্সের জন্য কোনটি সঠিক?
ক. একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে
খ. একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারিত করে
গ. লেন্সের ক্ষমতা -2D হতে পারে
ঘ. বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখা লেন্সের অক্ষ
১৬. লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১৭. উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিকে যে বিন্দুতে মিলিত করে তাকে কী বলে?
ক. আলোক কেন্দ্র খ. প্রধান ফোকাস
গ. বক্রতার কেন্দ্র ঘ. মেরু বিন্দু
১৮. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?
ক. ফোকাস দূরত্ব খ. আলোক বিন্দু
গ. প্রধান ফোকাস ঘ. প্রধান অক্ষ
১৯. কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক?
ক. মিটার/সেকেন্ড খ. ওয়াট/সেকেন্ড
গ. রেডিয়ান/মিটার ঘ. কিমি/ঘণ্টা
২০. কোনো লেন্সের ক্ষমতা +1D বলতে কী বোঝায়?
ক. লেন্সটি অবতল
খ. লেন্সটি সমতল
গ. লেন্সটি উত্তলাবতল
ঘ. লেন্সটি উত্তল
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.খ ১০.ক ১১.খ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.ঘ
১. পলিমার শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. জার্মান খ. আরবি
গ. ফারসি ঘ. গ্রিক
২. পলিমারের ক্ষুদ্রতম অণুকে কী বলে?
ক. মনোমার খ. উমার
গ. ট্রাইমার ঘ. বেসিমার
৩. পলিথিনের মনোমার কোনটি?
ক. ইথিলিন
খ. ভিনাইল ক্লোরাইড
গ. ফেনল
ঘ. ফরম্যালডিহাইড
৪. কোনটি বাকেলাইট দ্বারা নির্মিত?
ক. থালাবাসন
খ. নাইলনের সুতা
গ. বৈদ্যুতিক সুইচ
ঘ. কার্পেট
৫. পিভিসি পাইপের মনোমার কোনটি?
ক. ইথিলিন
খ. ভিনাইল ক্লোরাইড
গ. ফেনল
ঘ. ফরম্যালডিহাইড
৬. প্রকৃতিতে কোন পলিমারটি পাওয়া যায়?
ক. রাবার খ. পিভিসি
গ. পলিথিন ঘ. মেলামাইন
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ঘ ২.ক ৩.ক ৪.গ ৫.খ ৬.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা