দশম শ্রেণির পড়াশোনা
৬১. বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত নিচের কোনটি?
ক. মিয়ানমার খ. ইন্দোনেশিয়া
গ. বালি দ্বীপ ঘ. জাপান
৬২. পৃথিবীর ভূত্বক কয়টি বড় বড় টেকটনিক প্লেট দিয়ে গঠিত?
ক. ৮ খ. ১২
গ. ১৬. ঘ ১৭
৬৩. গ্রীষ্মকালে বাংলাদেশের ওপর দিয়ে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক. উত্তর–দক্ষিণ খ. দক্ষিণ–পশ্চিম
গ. পূর্ব-দক্ষিণ ঘ. পূর্ব–পশ্চিম
৬৪. কোন মাসে মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়?
ক. এপ্রিল খ. মে
গ. জুন ঘ. জুলাই
৬৫. পৃথিবীর টেকটনিক প্লেটের কয়টি আঞ্চলিক টুকরা আছে?
ক. ৬ খ. ৮
গ. ১০ ঘ. ১২
৬৬. পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন অংশে?
ক. প্রশান্ত মহাসাগরীয় অংশে
খ. হিমালয় পর্বত অংশে
গ. জাপান অংশে
ঘ. আটলান্টিক মহাসাগরীয় অংশে
৬৭. কত সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্পবলয়–সংবলিত মানচিত্র তৈরি করে?
ক. ১৮৭৫ সালে খ. ১৯৮৯ সালে
গ. ২০০৫ সালে ঘ. ২০১৯ সালে
৬৮. ফরিদপুর, যশোর ও বরিশাল জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয় কোনটি?
ক. প্লাবন সমভূমি খ. স্রোতজ সমভূমি
গ. বদ্বীপ সমভূমি ঘ. উপকূলীয় সমভূমি
৬৯. জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে শীত নেমে আসে কেন?
ক. উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকায়
খ. সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায়
গ. সূর্য কর্কট ক্রান্তিতে অবস্থান করায়
ঘ. দক্ষিণ গোলার্ধ থেকে সূর্য দুরে থাকায়
৭০. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. নভেম্বর ঘ. ডিসেম্বর
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.ঘ ৬২.ক ৬৩.খ ৬৪.গ ৬৫.ক ৬৬.ক ৬৭.খ ৬৮.গ ৬৯.খ ৭০.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা